গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আরাধ্যা বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চন। চিকিৎসার পর এখন সম্পূর্ণ সুস্থ তাঁরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউনের কারণে দীর্ঘদিন গৃহবন্দি থাকার পর ধীরে ধীরে কাজে ফিরছেন। কিন্তু এখনও বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। প্যানডেমিক পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথম কী করতে চান অভিষেক, তা সদ্য এক সাক্ষাৎকারে শেয়ার করলেন।
অভিষেকের কথায়, “আমরা সব সময় লং ড্রাইভে যেতে ভালবাসি। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে আমার স্ত্রী এবং কন্যাকে নিয়ে লং ড্রাইভে রোড ট্রিপে যেতে পারব।”
অভিষেক জানিয়েছেন, প্রথমে তিনি এবং অমিতাভ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার ঠিক এক সপ্তাহ পরেই হাসপাতালে ভর্তি হতে হয় ভাইরাসে আক্রান্ত আরাধ্যা এবং ঐশ্বর্যাকে। আবার এক সপ্তাহ চিকিৎসার পরই মা এবং কন্যাকে ছেড়ে দেন চিকিৎসকরা। কিন্তু টেস্টের রেজাল্ট নেগেটিভ না হওয়ার কারণে অমিতাভ এবং অভিষেককে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছিল। তাঁর মতে, ওই কয়েকটা দিন খুব কঠিন সময় কাটিয়েছেন বচ্চন পরিবারের সদস্যরা।
হাসপাতালে একই ঘরে রাখা হয়েছিল অমিতাভ এবং অভিষেককে। বাবাকে রুমমেট হিসেবে পেয়ে কেমন লেগেছিল? অভিষেক শেয়ার করেছেন, “বাবা সব সময়ই আমার ভাল বন্ধু। করোনার সময় অন্য রোগীর সঙ্গে কথা তো বলাই যায়। কারণ ধৈর্য্য ধরে অপেক্ষা করা ছাড়া আর কিছু করার থাকে না। বাবার সঙ্গে ভাল সময় কাটিয়েছি। সেই অর্থে বাবা ভাল রুমমেট।”
আরও পড়ুন, ‘কৃষ্ণকলি’তে সন্তান পেয়েছি, নাতি নাতনির মুখও যেন দেখতে পারি, বললেন তিয়াসা