AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কলকাতায় বিয়ে হরমনের, দেখুন ছবি ও ভিডিয়ো

হরমনের বিয়ের অতিথিরা একেবারেই ঘনিষ্ঠ বৃত্তে সীমাবদ্ধ। ৫০ থেকে ৭০ জনের মতো নিমন্ত্রিত। তার মধ্যে অধিকাংশই দুই পরিবারের সদস্য। রয়েছেন ঘনিষ্ঠ কিছু বন্ধু।

কলকাতায় বিয়ে হরমনের, দেখুন ছবি ও ভিডিয়ো
হরমন বাওয়েজা।
| Updated on: Mar 21, 2021 | 8:30 PM
Share

বিয়ে করলেন বলি (bollywood) অভিনেতা হরমন বাওয়েজা (Harman Baweja)। পাত্রী পেশায় নিউট্রিশিয়ান হেলথ কোচ সাশা রামচন্দানি। কলকাতার এক পাঁচতারা হোটেলে বসেছে এই বিয়ের আসর। রবিবার ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে একসঙ্গে থাকার অঙ্গীকার করলেন এই জুটি।

গতকাল থেকেই হরমন-সাশার প্রাক বিয়ের অনুষ্ঠান চলছে কলকাতায়। শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা হরমনের ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুর সঙ্গীতে পারফর্ম করেছেন রাজ। অন্যদিকে জাহির খানের স্ত্রী অভিনেত্রী সাগরিকা ঘাটকে আবার সাশার বন্ধু। ফলে তাঁরা সকলেই কলকাতায় বন্ধুর বিয়েতে হাজির হয়েছেন।

হরমনের বিয়ে এনজয় করছেন শিল্পা শেট্টিও। কখনও সঙ্গীতে রাজের নাচ, কখনও বা হরমন-সাশার বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন তিনি। বলিউডের বহু তারকা শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে।

২০২০-র ডিসেম্বরে সাশার সঙ্গে এনগেজমেন্ট সেরেছিলেন হরমন। অভিনেতার বোন সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সেই খবর দিয়েছিলেন। হরমনের বিয়ের অতিথিরা একেবারেই ঘনিষ্ঠ বৃত্তে সীমাবদ্ধ। ৫০ থেকে ৭০ জনের মতো নিমন্ত্রিত। তার মধ্যে অধিকাংশই দুই পরিবারের সদস্য। রয়েছেন ঘনিষ্ঠ কিছু বন্ধু।

হরমনের বাবা পেশায় পরিচালক হরি বাওয়েজা এবং মা পেশায় প্রযোজক পম্মি বাওয়েজা। ২০০৮-এ বাবার পরিচালিত ছবি ‘লভ স্টোরি ২০৫০’-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ করেন হরমন। ‘ভিকট্রি’, ‘ঢিশক্যাও’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। কখনও অভিনেত্রী বিপাশা বসু, কখনও বা প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে সরগরম ছিল ইন্ডাস্ট্রি। তবে সে জল্পনা এখন অতীত। জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, কলকাতায় বিয়ের পর মুম্বইতে ইন্ডাস্ট্রির সদস্যদের জন্য রিসেপশন পার্টির আয়োজন করবেন দম্পতি।

আরও পড়ুন, বোল্ড ছবি পোস্ট করে তাহিরা বললেন, ‘অন্তত রিপড জিন্স তো পরিনি’