পর্ন তারকার সঙ্গে অভিনয় করায় যৌনকর্মী ভাবা হয়েছে এই অভিনেত্রীকে!

গত বুধবার ছিল আন্তর্জাতিক যৌনকর্মী দিবস। তার পরিপ্রেক্ষিতেই মাহিকার সাক্ষাৎকারে উঠে এসেছে বিস্ফোরক এই তথ্য। সোশ্যাল মিডিয়ায় কত ভুল ধারণা নিয়ে মানুষ মন্তব্য করেন, তাও প্রত্যক্ষ করেছেন তিনি।

পর্ন তারকার সঙ্গে অভিনয় করায় যৌনকর্মী ভাবা হয়েছে এই অভিনেত্রীকে!
মাহিকা শর্মা।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2021 | 6:41 PM

মাহিকা শর্মা। কিছু বলিউডের ছবি এবং হিন্দি টেলিভিশনে কাজ করেছেন এই অভিনেত্রী। মাহিকার আসন্ন ছবি ‘দ্য মর্ডান কালচার’। এই ছবিতে পর্ন তারকা ড্যানি ডি-এর সঙ্গে কাজ করেছেন তিনি। কিন্তু পর্ন তারকার সঙ্গে অভিনয় করার জন্য তাঁকে নাকি যৌনকর্মী ভেবে নিয়েছেন অনেকে! সদ্য এক সাক্ষাৎকারে সে অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি।

গত বুধবার ছিল আন্তর্জাতিক যৌনকর্মী দিবস। তার পরিপ্রেক্ষিতেই মাহিকার সাক্ষাৎকারে উঠে এসেছে বিস্ফোরক এই তথ্য। সোশ্যাল মিডিয়ায় কত ভুল ধারণা নিয়ে মানুষ মন্তব্য করেন, তাও প্রত্যক্ষ করেছেন তিনি।

মাহিকার কথায়, “যখন আমি আমার বন্ধু পর্ন তারকা ড্যানি ডি-র সঙ্গে একটা ছবিতে অভিনয় করার কথা ভাবলাম, লোকে আমাকে যৌনকর্মী ভেবে নিল। তথ্য যাচাই না করে যা খুশি বলতে শুরু করল। কিন্তু সে সব না ভেবে আমি কাজটা করেছি। একজন যৌনকর্মীর জীবন কতটা কষ্টের হয়, সেটা কাজটা করতে গিয়ে বুঝেছি। ওঁদের সাহায্য করার পরিকল্পনা রয়েছে।”

প্রাক্তন মিস টিন নর্থ ইস্ট মাহিকা বেশ কিছু এনজিও-র সঙ্গে যুক্ত। তিনি সমাজসেবামূলক কাজ করেন। মহিলাদের অধিকার, শিশুদের স্বাস্থ্য বিষয়ক নানা কাজের সঙ্গে জড়িত তিনি। তাঁর কথায়, “আমাদের দেশে পর্ন নিষিদ্ধ। কিন্তু এখনও স্থানীয় কিছু শিল্পীদের নিয়ে পর্ন ছবি বিভিন্ন ডিজিটাল নেটওয়ার্কে মুক্তি পায়। সেটা দুঃখের। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া যায় কি না, সেটা দেখতে হবে।”

আরও পড়ুন, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে: নস্ট্যালজিক গৌরব-দেবলীনা