Aftab Shivdasani: সোশ্যাল মিডিয়াকে ‘মায়াময়ী’ বললেন আফতাব!
কিছুদিন আগে আফতাবের মেয়ের একবছরের জন্মদিন গেল। চাইলেই পার্টি করতে পারতেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারতেন জন্মদিনের ছবি। কিন্তু সেটা করেননি। বরং চলে গিয়েছিলেন প্রকৃতির কোলে।
সোশ্যাল মিডিয়ার জগৎকে মায়াময়ী বলে মনে করেন অভিনেতা আফতাব শিবদাসানি। তাই মেয়েকে সোশ্যাল মিডিয়া থেকে শতহস্ত দূরে সরিয়ে রাখেন। সম্প্রতি তিনি বাবা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। ৪৩ বছর বয়সি অভিনেতা বলেছেন, বাবা হওয়া খুব সুন্দর অনুভূতি।
শুধু তাই নয়, বাবার কিছু দায়িত্বও তিনি পালন করেন, যা কেবল মায়েদেরই করতে দেখা যায়। যেমন বাচ্চার ন্যাপি বদলানো, তাকে স্নান করানো, তার সঙ্গে খেলা, সময় কাটানো। বাচ্চার বড় হওয়ার সময় মায়ের যেমন গুরুদায়িত্ব থাকে, তেমনই গুরুদায়িত্ব থাকে বাবার। আফতাব জানিয়েছেন, স্ত্রী নিন বাইরে গিয়ে মাঝেমধ্যে কন্যার জন্য প্রয়োজনীয় জিনিস কিনে আনেন। সেই সময় মেয়ের দেখাশোনা করেন আফতাব।
View this post on Instagram
কিছুদিন আগে মেয়ের একবছরের জন্মদিন গেল। চাইলেই পার্টি করতে পারতেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারতেন জন্মদিনের ছবি। কিন্তু সেটা তাঁরা করেননি। বরং তিনজনে চলে গিয়েছিলেন প্রকৃতির কোলে। সেখানেই মেয়ের জন্মদিন পালন করেছেন দারুণভাবে। আফতাব ও নিন দু’জনেই চান মেয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখেই বড় হোক। মনে করেন সোশ্যাল মিডিয়ায় মায়ার খেলা চলে। ফলত, সেই জগৎ সন্তানের বেড়ে ওঠার জন্য মোটেও ভাল নয়। ২০১৪ সালে নিন দুসাঞ্জকে বিয়ে করেন আফতাব। ২০২০ সালে জন্ম নেয় তাঁদের সন্তান। তার এক বছরের জন্মদিন ছোট করেই পালন করতে চেয়েছিলেন দু’জনে। সেই করলেন নিরিবিলিতে।
‘মাস্ত’, ‘আওয়ারা পাগল দিওয়ানা’, ‘হাঙ্গামা’, ‘মাস্তি’, ‘গ্র্যান্ড মাস্তি’, ‘১৯২০: দ্য ইভল রিটার্নস’, ‘কোই আপ সা’, ‘ফুটপাথ’, ‘কসুর’-এর মতো ছবিতে অভিনয় করেছেন আফতাব।
আরও পড়ুন: Shahrukh Khan: ভাইরাল শাহরুখের স্কুল জীবনের ছবি; রিচা চাড্ডা লিখলেন ‘আমার প্রথম প্রেম’
দেখুন ছবিতে: পর্দায় ভয় দেখালেন, মন করলেন জয়; হাড়হিমে ভূতের চরিত্রে কারা করলেন অভিনয়