AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Movie: মুক্তির তিনদিনের মধ্যেই অনলাইনে লিক ‘৮৩’, নির্মাতাদের মাথায় হাত

সম্প্রতি করোনা ও ওমিক্রনের কারণে ঘরের মধ্যেই থাকছেন অধিকাংশ দর্শক। এই পরিস্থিতিতে অনলাইনে ছবি লিক হওয়ার ঘটনা সরাসরি বক্স অফিসে প্রভাব ফেলবে বলে মনে করছেন ছবির নিমার্তা, হল মালিক ও ডিস্ট্রিবিউটাররা।

Bollywood Movie: মুক্তির তিনদিনের মধ্যেই অনলাইনে লিক '৮৩', নির্মাতাদের মাথায় হাত
কপিল দেব ও রণবীর সিং
| Edited By: | Updated on: Dec 27, 2021 | 5:48 PM
Share

২৪ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘৮৩’ ছবিটি। ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয় নিয়ে ছবি। ভারতীয় ক্রিকেট, ক্রিকেটের দর্শক, ক্রিকেটকে ঘিরে অর্থ-সামাজিক ও রাজনৈতিক বাতাবরণ – সবটাই তুলে ধরেছেন পরিচালক কবীর খান। ক্রিকেট ও সিনেমাপ্রেমীরা পাখির চোখ করেছেন এই ছবিকে। ২৪ তারিখ মুক্তির দিনই হলের বাইরে লম্বা লাইন দেখা যায়। দু’দিন যেতে না যেতেই অনলাইনে ছবি লিক করেছে।

সর্বভারতীয় পোর্টাল বলিউড লাইফের রিপোর্ট অনুযায়ী, অনলাইনে ‘৮৩’ লিক হওয়ায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বক্স অফিসে। করোনাকালে ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির সমূহ সম্ভাবনা থাকলেও হল মুক্তির জন্যই অপেক্ষা করেছিলেন ‘৮৩’র নির্মাতারা। যদিও সাম্প্রতিক চুক্তি অনুসারে ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে ছবি। কিন্তু তার আগেই ফিল্মিওয়্যাপ, অনলাইনভিউওয়াচেজ়, ১২৩মুভিজ়, ১২৩মুভিজ়রুলস, ফিল্মি, তামিলরকার্সের মতো সাইটে লিক করেছে ‘৮৩’-এর গোটা ছবি। টেলিগ্রাম ব্যবহারকারীরাও ছবিটি দেখছেন সেই সাইটে। এই গোটা ঘটনায় মাথায় হাত নির্মাতাদের।

সম্প্রতি করোনা ও ওমিক্রনের কারণে ঘরের মধ্যেই থাকছেন অধিকাংশ দর্শক। এই পরিস্থিতিতে অনলাইনে ছবি লিক হওয়ার ঘটনা সরাসরি বক্স অফিসে প্রভাব ফেলবে বলে মনে করছেন ছবির নিমার্তা, হল মালিক ও ডিস্ট্রিবিউটাররা।

ওই একই দিনে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সারা আলি খান, অক্ষয় কুমার ও ধনুশের ছবি ‘অত্রাঙ্গি রে’। মুক্তির দিনই অনলাইনে লিক করে ছবিটি। এখানেই থেমে নেই বিষয়টি। প্রিয়াঙ্কা চোপড়ার ‘ম্যাট্রিক্স রেজ়ারেকশনস’ লিক করে অনলাইনে। এছাড়াও, ‘অন্তিম: দ্যা ফাইনাল ট্রুথ’, ‘সূর্যবংশী’, ‘চণ্ডীগড় করে আশিকী’, ‘তড়প’ অনলাইনে ফাঁস হয়েছিল।

আরও পড়ুন: Nusrat Jahan: একুশ জুড়ে বিতর্কের অন্য নাম নুসরত জাহান