Nusrat Jahan: একুশ জুড়ে বিতর্কের অন্য নাম নুসরত জাহান

নুসরত আর বিতর্ক কি সমার্থক? নেটিজেনদের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়া জুড়ে করে ফেললেন 'বিদ্রোহ'। নীতিপুলিশরা তাঁর চরিত্র নিয়ে তুললেন হাজার খানেক প্রশ্ন। আর সমালোচকরা জনপ্রতিনিধি নুসরতের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি নিয়ে করলেন অনবরত স্ক্রুটিনি। একুশ জুড়ে টলিউডে বিতর্কিত চরিত্র নুসরতের জীবনের নানা ঘটনা ফিরে দেখা যাক আরও একবার...

| Edited By: | Updated on: Dec 27, 2021 | 3:35 PM
বিতর্কিত নুসরত: ডাক নাম রুহি। ভাল নাম নুসরত জাহান। ২০২০ অবধি পরিচয় ছিল অভিনেত্রী, তৃণমূল নেত্রী এবং সাংসদ। ২০২১-এ ওই নামের সঙ্গে জুড়ে বসল আরও এক শব্দ, তা হল 'বিতর্ক'। প্রশ্ন উঠল, নুসরত আর বিতর্ক কি সমার্থক? নেটিজেনদের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়া জুড়ে করে ফেললেন 'বিদ্রোহ'। নীতিপুলিশরা তাঁর চরিত্র নিয়ে তুললেন হাজার খানেক প্রশ্ন। আর সমালোচকরা জনপ্রতিনিধি নুসরতের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি নিয়ে করলেন অনবরত স্ক্রুটিনি। একুশ জুড়ে টলিউডে বিতর্কিত চরিত্র নুসরতের জীবনের নানা ঘটনা ফিরে দেখা যাক আরও একবার...

বিতর্কিত নুসরত: ডাক নাম রুহি। ভাল নাম নুসরত জাহান। ২০২০ অবধি পরিচয় ছিল অভিনেত্রী, তৃণমূল নেত্রী এবং সাংসদ। ২০২১-এ ওই নামের সঙ্গে জুড়ে বসল আরও এক শব্দ, তা হল 'বিতর্ক'। প্রশ্ন উঠল, নুসরত আর বিতর্ক কি সমার্থক? নেটিজেনদের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়া জুড়ে করে ফেললেন 'বিদ্রোহ'। নীতিপুলিশরা তাঁর চরিত্র নিয়ে তুললেন হাজার খানেক প্রশ্ন। আর সমালোচকরা জনপ্রতিনিধি নুসরতের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি নিয়ে করলেন অনবরত স্ক্রুটিনি। একুশ জুড়ে টলিউডে বিতর্কিত চরিত্র নুসরতের জীবনের নানা ঘটনা ফিরে দেখা যাক আরও একবার...

1 / 9
রাজস্থান ভ্রমণ: খবরটা এসেছিল ২০২০-র শেষের দিকেই। ফাঁস হয়ে গিয়েছিল বেশ কিছু ছবি। নুসরত ও যশ দাশগুপ্ত বেড়াতে গিয়েছে রাজস্থানে। তাঁরা  একে অপরের প্রেমে পড়েছেন সে গুঞ্জন তখন টলিপাড়ার বাতাসে ভাসছে অনবরত।

রাজস্থান ভ্রমণ: খবরটা এসেছিল ২০২০-র শেষের দিকেই। ফাঁস হয়ে গিয়েছিল বেশ কিছু ছবি। নুসরত ও যশ দাশগুপ্ত বেড়াতে গিয়েছে রাজস্থানে। তাঁরা একে অপরের প্রেমে পড়েছেন সে গুঞ্জন তখন টলিপাড়ার বাতাসে ভাসছে অনবরত।

2 / 9
নুসরতের 'যশ'লাভ: জানুয়ারির শুরুতে টিভিনাইনকে দেওয়া সাক্ষাৎকারেও প্রেমের কথা অস্ফুটে স্বীকারও করে নিয়েছিলেন ওঁরা। নেটিজেন পেয়ে গিয়েছিল নয়া টপিক। তবে তখনও পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ।

নুসরতের 'যশ'লাভ: জানুয়ারির শুরুতে টিভিনাইনকে দেওয়া সাক্ষাৎকারেও প্রেমের কথা অস্ফুটে স্বীকারও করে নিয়েছিলেন ওঁরা। নেটিজেন পেয়ে গিয়েছিল নয়া টপিক। তবে তখনও পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ।

3 / 9
অভিনেত্রী অন্তঃসত্ত্বা: বিধানসভা ভোট এল, নুসরতও ব্যস্ত হয়ে পড়লেন প্রচারে। এর পর কোভিডের দ্বিতীয় ঢেউ...দেখতে দেখতে জুন মাস। সংবাদপত্রের শিরোনাম দখল করল অপ্রত্যাশিত এক খবর। নুসরত অন্তঃসত্ত্বা। একদল ভাবলেন নুসরত বুঝি সিঙ্গল মাদার হতে চাইছেন। আর এক দলের মনে হল নুসরত হয়তো সন্তান দত্তক নেবেন। আর এক দল মনে মনে যশ ও নিখিলের মধ্যে বাছাইয়ের কাজ করতে করতেই ফেসবুকে খুলে ফেললেন সালিশি সভা। ওদিকে নুসরত চুপ। যশ চুপ। মুখ খুললেন নিখিল।

অভিনেত্রী অন্তঃসত্ত্বা: বিধানসভা ভোট এল, নুসরতও ব্যস্ত হয়ে পড়লেন প্রচারে। এর পর কোভিডের দ্বিতীয় ঢেউ...দেখতে দেখতে জুন মাস। সংবাদপত্রের শিরোনাম দখল করল অপ্রত্যাশিত এক খবর। নুসরত অন্তঃসত্ত্বা। একদল ভাবলেন নুসরত বুঝি সিঙ্গল মাদার হতে চাইছেন। আর এক দলের মনে হল নুসরত হয়তো সন্তান দত্তক নেবেন। আর এক দল মনে মনে যশ ও নিখিলের মধ্যে বাছাইয়ের কাজ করতে করতেই ফেসবুকে খুলে ফেললেন সালিশি সভা। ওদিকে নুসরত চুপ। যশ চুপ। মুখ খুললেন নিখিল।

4 / 9
নিখিলের জবানি : টিভিনাইন বাংলাকে পরিষ্কার জানিয়ে দিলেন সন্তানের বাবা তিনি নন। ততদিনে তাঁদের সংসারে যে ভাঙন ধরেছে সে কথা সকলেই জেনে গিয়েছেন প্রায়। নিখিল মামলা করলেন আদালতে। তুরস্কে ‘বিয়ে’ করেছিলেন নিখিল-নুসরত। সেই ‘ইন্টারফেথ’ বিয়েকে ভারতে মান্যতা দেওয়া ছিল বাধ্যমূলক। নিখিল দাবি করেছিলেন, নুসরত নাকি ভারতে বিয়েকে মান্যতা দিতে রাজি ছিলেন না। ফলে ‘অ্যানালমেন্ট অফ ম্যারেজ’ মামলা পৌঁছল আলিপুর আদালত পর্যন্ত।

নিখিলের জবানি : টিভিনাইন বাংলাকে পরিষ্কার জানিয়ে দিলেন সন্তানের বাবা তিনি নন। ততদিনে তাঁদের সংসারে যে ভাঙন ধরেছে সে কথা সকলেই জেনে গিয়েছেন প্রায়। নিখিল মামলা করলেন আদালতে। তুরস্কে ‘বিয়ে’ করেছিলেন নিখিল-নুসরত। সেই ‘ইন্টারফেথ’ বিয়েকে ভারতে মান্যতা দেওয়া ছিল বাধ্যমূলক। নিখিল দাবি করেছিলেন, নুসরত নাকি ভারতে বিয়েকে মান্যতা দিতে রাজি ছিলেন না। ফলে ‘অ্যানালমেন্ট অফ ম্যারেজ’ মামলা পৌঁছল আলিপুর আদালত পর্যন্ত।

5 / 9
বিয়েই হয়নি!:  অন্যদিকে নুসরতও বিবৃতিতে পরিষ্কার করে জানিয়ে দিলেন, নিখিল তাঁর স্বামী নন, লিভ ইন পার্টনার বাংলায় মানে করলে দাঁড়ায় 'সহবাস সঙ্গী'। যে নিখিলের সঙ্গে বুদাপেস্টে ঘটা করে 'বিয়ে' করেছিলেন নুসরত, টলিউড থেকে হাজির ছিল বোনুয়া মিমি, যে নিখিলের সঙ্গে রেড রোডের দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় হাতে হাত রেখে, মাথায় সিঁদুর পরে নুসরত ঘুরে বেরিয়েছেন সগর্বে, পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বামী হিসেবে, সেই নিখিলই তাঁর স্বামী নন, আইনত বিয়েই হয়নি তাঁদের, এ দাবি চমকে দিয়েছিল নেটিজেনকে।

বিয়েই হয়নি!: অন্যদিকে নুসরতও বিবৃতিতে পরিষ্কার করে জানিয়ে দিলেন, নিখিল তাঁর স্বামী নন, লিভ ইন পার্টনার বাংলায় মানে করলে দাঁড়ায় 'সহবাস সঙ্গী'। যে নিখিলের সঙ্গে বুদাপেস্টে ঘটা করে 'বিয়ে' করেছিলেন নুসরত, টলিউড থেকে হাজির ছিল বোনুয়া মিমি, যে নিখিলের সঙ্গে রেড রোডের দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় হাতে হাত রেখে, মাথায় সিঁদুর পরে নুসরত ঘুরে বেরিয়েছেন সগর্বে, পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বামী হিসেবে, সেই নিখিলই তাঁর স্বামী নন, আইনত বিয়েই হয়নি তাঁদের, এ দাবি চমকে দিয়েছিল নেটিজেনকে।

6 / 9
সংসদে মিথ্যাচার?: প্রশ্ন উঠেছিল জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন অভিনেত্রী? সংসদ ভবনে ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠ কি আদপে মিথ্যাচার? বিরোধী দলও এই 'সুযোগ' কাজে লাগিয়েছিল। উঠেছিল একের পর এক প্রশ্ন। নুসরত যদিও চুপ ছিলেন।

সংসদে মিথ্যাচার?: প্রশ্ন উঠেছিল জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন অভিনেত্রী? সংসদ ভবনে ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠ কি আদপে মিথ্যাচার? বিরোধী দলও এই 'সুযোগ' কাজে লাগিয়েছিল। উঠেছিল একের পর এক প্রশ্ন। নুসরত যদিও চুপ ছিলেন।

7 / 9
যশই বাবা:  এই বিতর্কের মাঝেই আগস্টের ২৬ তারিখ পুত্রসন্তানের জন্ম দিলেন নুসরত। দিন কয়েক পরেই টিভি নাইন বাংলার হাতে এল নুসরতের সন্তানের জন্মের শংসাপত্র। সেখানে বাবা হিসেবে নাম যশ দাশগুপ্তের। আর নুসরতও টিভি নাইন বাংলার সামনে প্রথম বার মুখ খুললেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। আর রাখঢাক নয়, জানালেন, যশই তাঁর সন্তানের বাবা। বললেন, "বাবা হিসেবে যশকে পেয়ে ঈশান (নুসরতের সন্তান) ভাগ্যবান। বাবা হিসেবে ওকে দশের মধ্যে এগারো দেব আমি"।

যশই বাবা: এই বিতর্কের মাঝেই আগস্টের ২৬ তারিখ পুত্রসন্তানের জন্ম দিলেন নুসরত। দিন কয়েক পরেই টিভি নাইন বাংলার হাতে এল নুসরতের সন্তানের জন্মের শংসাপত্র। সেখানে বাবা হিসেবে নাম যশ দাশগুপ্তের। আর নুসরতও টিভি নাইন বাংলার সামনে প্রথম বার মুখ খুললেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। আর রাখঢাক নয়, জানালেন, যশই তাঁর সন্তানের বাবা। বললেন, "বাবা হিসেবে যশকে পেয়ে ঈশান (নুসরতের সন্তান) ভাগ্যবান। বাবা হিসেবে ওকে দশের মধ্যে এগারো দেব আমি"।

8 / 9
সাহসী মেয়ে: নুসরতের সন্তানের বয়স এখন চার মাস। আবারও কাজে ফিরেছেন তিনি। সমালোচনা তাঁকে টলাতে পারেনি। হাতে ছবি রয়েছে একগুচ্ছ। রয়েছে নতুন ছবির অফারও। যশের সঙ্গে চুপিসারে প্রেমের পাঠও ঘুচেছে আজ। 'প্যায়ার কিয়া তো ডরনা কেয়া' মন্ত্রে বিশ্বাসী হয়ে নিজেদের সম্পর্ক নিয়ে আগের থেকে অনেক বেশি ভোকাল তাঁরা। স্টোরিতে ভেসে আসে দুজনের ছবি। ঈশানের দায়িত্বও দুইজনের উপরেই। ২০২১ জুড়ে তিনি সমালোচিত হয়েছেন, তাঁকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন, হয়েছে আলোচনাও... তবু নিন্দুকেরাও স্বীকার করেছেন নুসরতের সাহস আছে। আর আছে ট্রোলকে পাত্তা না দেওয়ার অসম্ভব এক মনের জোর।

সাহসী মেয়ে: নুসরতের সন্তানের বয়স এখন চার মাস। আবারও কাজে ফিরেছেন তিনি। সমালোচনা তাঁকে টলাতে পারেনি। হাতে ছবি রয়েছে একগুচ্ছ। রয়েছে নতুন ছবির অফারও। যশের সঙ্গে চুপিসারে প্রেমের পাঠও ঘুচেছে আজ। 'প্যায়ার কিয়া তো ডরনা কেয়া' মন্ত্রে বিশ্বাসী হয়ে নিজেদের সম্পর্ক নিয়ে আগের থেকে অনেক বেশি ভোকাল তাঁরা। স্টোরিতে ভেসে আসে দুজনের ছবি। ঈশানের দায়িত্বও দুইজনের উপরেই। ২০২১ জুড়ে তিনি সমালোচিত হয়েছেন, তাঁকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন, হয়েছে আলোচনাও... তবু নিন্দুকেরাও স্বীকার করেছেন নুসরতের সাহস আছে। আর আছে ট্রোলকে পাত্তা না দেওয়ার অসম্ভব এক মনের জোর।

9 / 9
Follow Us: