AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Debt Trap: আইফোন কিনতে টাকা নেই! সহজেই মিলবে লোন, তারপর ঘুম উড়ছে না তো আপনার?

Easy Loan: মুক্ত অর্থনীতি আমাদের কাজের সুযোগ দিয়েছে ঠিকই, কিন্তু একই সঙ্গে নিয়ে এসেছে ‘ইমপালসিভ বাইয়িং’-এর নেশা। আগে আমরা খরচের আগে ব্যাঙ্ক নোট গুণে, তারপর খরচ করতাম। কিন্তু এখন স্রেফ একটা ক্লিক করলেই হল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খরচ হয়ে যাবে টাকা।

Debt Trap: আইফোন কিনতে টাকা নেই! সহজেই মিলবে লোন, তারপর ঘুম উড়ছে না তো আপনার?
এক ক্লিকেই লোন, আপনার অবসাদের কারণ?Image Credit: Getty Images
| Updated on: Dec 19, 2025 | 2:07 PM
Share

আপনার ফোনে একটা নোটিফিকেশন এল। একটা ক্লিকেই লোন রেডি। অর্থাৎ, আপনার কিছু কেনার না থাকলেও লোন পেয়ে কিছু কিনতেই পারেন আপনি। কিন্তু লোনের এই সহজলভ্যতাই কি আপনার রক্তচাপ বাড়াচ্ছে? আজ যাঁদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে, তাঁদের অনেকেই এই মুহূর্তে ডুবে রয়েছেন ঋণের ফাঁদে।

মুক্ত অর্থনীতি আমাদের কাজের সুযোগ দিয়েছে ঠিকই, কিন্তু একই সঙ্গে নিয়ে এসেছে ‘ইমপালসিভ বাইয়িং’-এর নেশা। আগে আমরা খরচের আগে ব্যাঙ্ক নোট গুণে, তারপর খরচ করতাম। কিন্তু এখন স্রেফ একটা ক্লিক করলেই হল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খরচ হয়ে যাবে টাকা। কত টাকা এই ভাবে খরচ হচ্ছে, তার কোনও হিসাব আপনার কাছে সব সময় থাকে না। এর জন্য আপনাকে খুঁজতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট।

কেন এই সঙ্কট?

  • অসম ক্রয়ক্ষমতা: আমাদের খেয়াল রাখতে হবে সকল চাকরিজীবীর বেতন এক নয়। কিন্তু বিজ্ঞাপনের চাপে লোন নিয়ে সবাই একই ব্র্যান্ডের পিছনে ছুটছি।
  • লোনের মায়া: অনেকেরই প্রয়োজনের তুলনায় বাড়তি খরচ করার স্বভাব থাকে। হয়তও আপনার একটা সাধারণ হ্যাচব্যাক গাড়িতেই চলে যায়। কিন্তু আপনার বন্ধুর দেখা দেখি আপনি কিনলে একটা এসইউভি। যে গাড়ির আপনার কোনও প্রয়োজন নেই।

ডিজিটাল মায়া: ট্রাভেল এজেন্সি থেকে সোনার দোকান, সব ক্ষেত্রেই এখন লোন আপনার হাতের মুঠোয়।

সমাধান কী?

আবেগ সরিয়ে যুক্তিনির্ভর কেনাকাটা বা ‘র‍্যাশনাল বাইং’-এ মন দিন। বিনিয়োগের সংজ্ঞা বদলেছে। শুধু ফিক্সড ডিপোজিট নয়, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এসআইপি বা মিউচুয়াল ফান্ডে জোর দিন। কৃপণতা করে সঞ্চয় নয় বরং মিতব্যায়ীতার মাধ্যমে সঞয়ের কথা বলেন বিশেষজ্ঞরা।

সামনে নতুন বছর। আপনার ‘নিউ ইয়ার রেজোলিউশন’ হোক এই পরিমিত ব্যয়। মনে রাখবেন, ধারের বোঝা আপনার দুশ্চিন্তা বাড়ায়। আর নিজের পুঁজি আপনাকে দেয় সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। আপনার রাতের ঘুম খুব দামি, তাকে লোনের চিন্তায় বিকিয়ে দেবেন না।

  • কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
  • বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।