AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh violence LIVE: বিদ্বেষের দেশ! বাংলাদেশে টার্গেট ভারতীয় দূতাবাসও

| Updated on: Dec 19, 2025 | 3:58 PM
Share

Bangladesh Protests LIVE Updates in Bengali: চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। কিন্তু বৃহস্পতিবার রাতে আর চিকিৎসা গ্রহণ করতে পারলেন না হাদি। মৃত্যু হয় তাঁর। এরপর এই খবর প্রচারিত হতেই উত্তেজনা ছড়ায় ঢাকায়। শাহবাগে জমায়েত করেন কয়েক হাজার মানুষ।

Bangladesh violence LIVE: বিদ্বেষের দেশ! বাংলাদেশে টার্গেট ভারতীয় দূতাবাসও
বাংলাদেশে দ্বেষের আগুন Image Credit: নিজস্ব চিত্র

LIVE NEWS & UPDATES

  • 19 Dec 2025 03:58 PM (IST)

    কমিশনের কাজে ক্ষুব্ধ ব্রাত্য

    • এবার বিএলও-দের নিয়োগ নিয়ে বিস্ফোরক অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। রাজ্য সরকার তথা শিক্ষা দফতরকে না জানিয়েই রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জানালেন ব্রাত্য।
    • শিক্ষামন্ত্রীর দাবি, এভাবে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে কমিশন।
    • শিক্ষামন্ত্রী বলেন, “এটা ক্ষমতা কুক্ষিগত করার মানসিকতা। রাজ্য সরকারকে এড়িয়ে চলা হচ্ছে। তানাশাহী চলছে।” তাঁর দাবি, পশ্চিমবঙ্গের শিক্ষকদের বেতন, পেনশন সুরক্ষিত।
  • 19 Dec 2025 02:04 PM (IST)

    সাংবাদিককে গুলি করে খুন

    • ওসমান হাদির মৃত্য়ুর পর শুধুই সংবাদমাধ্যমের অফিসে আগুন লাগিয়ে ক্ষান্ত হলেন না উগ্রপন্থীরা।
    • বৃহস্পতিবার খুলনায় আততায়ীদের গুলিতে খুন হয়েছেন ইমদাদুল হক মিলন নামে এক সাংবাদিকও।
    • অবশ্য, ইনি বাংলাদেশের জনপ্রিয় সাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন নন। নাম এক।
  • 19 Dec 2025 02:01 PM (IST)

    ৩২ নম্বর ধানমুন্ডিতে ভাঙচুর

    • হাদির মৃত্যুর পরে হামলা বঙ্গবন্ধু মুজিবর রহমানের ধ্বংস হয়ে যাওয়া বাড়িতেও।
    • মধ্যরাতে ৩২ নম্বর ধানমন্ডিতে হামলা চালাল উগ্রপন্থীরা।
  • 19 Dec 2025 02:00 PM (IST)

    সংবাদপত্রের অফিসে আগুন

    • হাদির মৃত্যুর পরেই উঠল ভারতবিরোধী স্লোগান। বাংলাদেশের অন্যতম দুই সংবাদমাধ্যম — প্রথম আলো এবং দ্য় ডেইলি স্টারের অফিসে আগুন ধরাল উগ্রপন্থীরা।
    • হামলা চালান হল দুই সংবাদমাধ্য়মের অফিসের সাংবাদিক ও সম্পাদকদের উপর।
    • অফিসে ঢুকে চলল ভাঙচুর।
  • 19 Dec 2025 02:00 PM (IST)

    বার্তা ইউনূসের

    • বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
    • হাদির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি, শনিবার অর্থাৎ আগামিকাল রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা।
  • 19 Dec 2025 02:00 PM (IST)

    জ্বলছে বাংলাদেশ

    • বাংলাদেশের ইনকিলাম মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্য়ুর পর থেকেই জ্বলছে বাংলাদেশ।
    • জায়গায় জায়গায় অশান্তি, ঘটেছে অগ্নিসংযোগের ঘটনাও। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নেমেছে সেনা।
    • এ যেন ফের ফিরে এল গণঅভ্যুত্থানের দিনগুলো।

ঢাকা: ঢাকার রাজপথে গুলিবিদ্ধ বাংলাদেশের জুলাই গণঅভ্য়ুত্থানের অন্যতম মুখ শরিফ ওসমান হাদি। চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। কিন্তু বৃহস্পতিবার রাতে আর চিকিৎসা গ্রহণ করতে পারলেন না হাদি। মৃত্যু হয় তাঁর। এরপর এই খবর প্রচারিত হতেই উত্তেজনা ছড়ায় ঢাকায়। শাহবাগে জমায়েত করেন কয়েক হাজার মানুষ।

Published On - Dec 19,2025 1:59 PM