আরবাজের দ্বিতীয় বিয়ের পর রাতারাতি পাল্টে গেলেন মালাইকা?

Malaika-Arbaaz: মুম্বইয়ের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খানকেই বিয়ে করলেন তিনি। তাই সলমন খানের বাড়িতে বিয়ের সানাই বেজে উঠেছে। একদিকে যখন আরবাজের বিয়ের খবর তুঙ্গে, ঠিক তখনই একশ্রেণি খোঁজ নিয়েছিলেন মালাইকা আরোরা কী করছেন?

আরবাজের দ্বিতীয় বিয়ের পর রাতারাতি পাল্টে গেলেন মালাইকা?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2023 | 3:05 PM

২৪ ডিসেম্বর, মহা সমারহে বিয়ে হয় সলমন খানের ভাই আরবাজ খানের। ১৯ বছর আগে সেই আরবাজই মালাইকা আরোরার গলায় মালা দিয়েছিলেন। প্রেম করে বিয়ে করেছিলেন তাঁরা। একে অন্যের সঙ্গে দীর্ঘদিন সংসারও করেছিলেন। তাঁদের রয়েছে একটি পুত্র সন্তানও। তবে হঠাৎই ঘটে ছন্দপতন। সংসার ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন মালাইকা আরোরা, দীর্ঘ দিন ধরে বিবাদ ছিল তুঙ্গে। পরবর্তীতে জানা যায় মালাইকার জীবনে আসে নয়া প্রেম। বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরকে মন দিয়েছেন তিনি। খবর প্রকাশ্যে আসতেই বিবাহ বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন তাঁরা। তবে থেকে আরবাজের জীবনেও বহু সম্পর্ক উঁকি দিয়েছে। কখনও সামনে আসতে দেখা গিয়েছে মডেল, কখনও আবার মেকআপ আর্টিস্ট। এবার সেই মুম্বইয়ের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খানকেই বিয়ে করলেন তিনি। তাই সলমন খানের বাড়িতে বিয়ের সানাই বেজে উঠেছে।

একদিকে যখন আরবাজের বিয়ের খবর তুঙ্গে, ঠিক তখনই একশ্রেণি খোঁজ নিয়েছিলেন মালাইকা আরোরা কী করছেন? তিনি কেমন আছেন। স্বামীর দ্বিতীয় বিয়ে কীভাবে দেখছেন তিনি। যদিও মালাইকার এতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ তিনি দিব্যি রয়েছেন অর্জুন কাপুরের সঙ্গে। লিভ ইন-এর সম্পর্কে রয়েছেন তাঁরা।

বিয়ে নিয়ে যদিও খুব একটা স্পষ্ট মন্তব্য করতে দেখা যায় না জুটিকে, তবে মালাইকা যে সেই সম্পর্কে এগোতে রাজি, তাতে কোথাও কোনও সন্দেহ নেই। তিনি সন্তান নিতেও রাজি বলে জানিয়েছিলেন। তবে এবার কী বদল ঘটল মালাইকার? আরবাজের বিয়ের পর প্রথম দেখা গেল মালাইকাকে। তিনি জিমে যাওয়ার পথে পোজ় দিলেন। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নেটিজ়েনদের একশ্রেণি বলে উঠলেন, পাল্টে গিয়েছে মালাইকার হাঁটা। এ কী ঘটল? আর তাঁকে ‘পিছন তুলে পোজ়’ দিতে দেখা গেল না। খুব সাধারণ ভাবেই হেঁটে চলে গেলেন তিনি। কমেন্ট বক্স ভরে উঠল মালাইকার এই নয়া হাটার স্টাইল নিয়ে চর্চায়।