Aishwarya Rai Bachchan: সেটে ফেরত! মনি রত্নমের ফ্যান্টাসি ড্রামার শুটিং শুরু করলেন বিশ্বসুন্দরী

কিংবদন্তি লেখক এবং কথাসাহিত্যিক কল্কি কৃষ্ণমূর্তির একই নামী ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

Aishwarya Rai Bachchan: সেটে ফেরত! মনি রত্নমের ফ্যান্টাসি ড্রামার শুটিং শুরু করলেন বিশ্বসুন্দরী
ঐশ্বর্য্য রাই বচ্চন।

| Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 23, 2021 | 2:41 PM

পরিচালক মণি রত্নমের পরবর্তী কাজ ‘পন্নিয়েন সেলভান’-এর সেটে যোগ দিলেন ঐশ্বর্য্য রাই বচ্চন। গত সপ্তাহে তামিলনাড়ু সরকার লকডাউনের নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার করে এবং ফিল্মের শুটিং ফের শুরু করার অনুমতি দেয়। তারপর পিরিয়ড ফ্যান্টাসি ড্রামার প্রযোজনা আবার শুরু হয়। ‘পন্নিয়েন সেলভান’-এর ফিল্মিং পন্ডিচেরির কাছে একটি সেটে একটি তীব্র গতিতে এগিয়ে চলেছে। কোভিডের দ্বিতীয় ওয়েভের কারণে প্রযোজনা থামিয়ে দেওয়ার আগে অবধি ফিল্মের প্রায় ৭৫ শতাংশ শুটিং শেষ হয়ে গিয়েছিল। বাকি থাকা অংশ শেষ করতে প্রায় ৫০দিন লাগবে। মনি রত্নম অগাস্ট মাসের শেষের দিকে গোটা শুটিং শেষ করবেন বলে আশা করা হচ্ছে।

‘পন্নিয়েন সেলভান’ ছবির মাধ্যমে পরিচালক ঐশ্বর্য্য রাই বচ্চনের সঙ্গে চতুর্থ ছবি করতে চলেছেন। অতীতে অভিনেত্রী-পরিচালক জুটি ‘ইরুওয়ার’, ‘গুরু’, এবং ‘রাবণ’-এর মতো ছবিতে ক্লাসিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

ঐশ্বর্য্য রাই বচ্চন কিছুদিন আগে ফিল্মের পোস্টার শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘মণি রত্নমের ‘পন্নিয়েন সেলভান’- পিএস ১ সুবর্ণ যুগকে প্রাণবন্ত করে তুলেছে,” ছবিটি দুটি অংশে মুক্তি পাবে।

সিরিজের প্রথম ছবিটি আগামী বছর সিনেমা হলে মুক্তি পাবে। আজ অবধি মণি রত্নমের সবচেয়ে উচ্চাভিলাষী ফিল্ম ‘পন্নিয়েন সেলভান’। কিংবদন্তি লেখক এবং কথাসাহিত্যিক কল্কি কৃষ্ণমূর্তির একই নামী ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। চোলা রাজবংশে রচিত মহাকাব্য উপন্যাসটি মনি রত্নম এবং লেখক বি জয়মোহনের মাধ্যমে বড় পর্দার জন্য রূপান্তর করেছেন। জয়মোহনের সিনেমার সংলাপও লিখেছেন।

 

আরও পড়ুন ‘তুম তো ঠেহের পরদেসি’-র রিমেক! সোনু নাচবেন চন্ডিগড়ে, নাচাবেন ফারহা