AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একাধিক বার পিছিয়ে ছবি মুক্তি, শেষমেশ কবে মুক্তি পাবে মাল্টিস্টারার ছবি ‘সূর্যবংশী’?

Sooryavanshi: ‘সূর্যবংশী’র  ট্রেলার দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। অক্ষয় এবং ক্যাটরিনা এর আগে ‘দে দানা দান’, ‘ওয়েলকাম’ এবং আর বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

একাধিক বার পিছিয়ে ছবি মুক্তি, শেষমেশ কবে মুক্তি পাবে মাল্টিস্টারার ছবি 'সূর্যবংশী'?
‘সূর্যবংশী’।
| Edited By: | Updated on: Jun 26, 2021 | 6:57 AM
Share

অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কইফ, দু’জনের ঝুলিতে রয়েছে একাধিক ছবি থাকলেও ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ‘সূর্যবংশী’ জন্য। রোহিত শেট্টি পরিচালিত কপ ড্রামা ছবিটি গত বছর মার্চ মাসে রিলিজ হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যক্রমে, দেশে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে, ছবি রিলিজ পিছিয়ে যায়। এবং ঠিক হয় চলতি বছর ৩০ এপ্রিল ফিল্ম রিলিজ করবে। কিন্তু তাও আর হল কই? করোনার দ্বিতীয় ওয়েভের কারণে ‘সূর্যবংশী’র মুক্তি আবারও স্থগিত করা হয় এবং এর ফলে ভক্তরা বেশ আশাহত হয়েছিলেন।

অবস্থা এখন ধীরে-ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। বর্তমান পরিস্থিতিতে একাধিক হলমালিক প্রেক্ষাগৃহ খোলায় অপেক্ষায় রয়েছেন। কিছু আগে এক প্রতিবেদনে বলা হয় যে রোহিত শেট্টির ছবিটি দিওয়ালিতে রিলিজ করবে তবে ফিল্মের নির্মাতারা তাঁদের মত বদলেছেন এবং চাইছেন শীঘ্রই ছবি রিলিজের পরিকল্পনায় রয়েছেন।

View this post on Instagram

A post shared by Katrina Kaif (@katrinakaif)

এক প্রতিবেদন অনুসারে নির্মাতারা চলতি বছরের স্বাধীনতার সপ্তাহতে ছবিট মুক্তির কথা ভাবছেন। খবরে বলা হয়েছে, রোহিত শেট্টি, অক্ষয় কুমার, রিলায়েন্স এন্টারটেনমেন্ট এবং করণ জোহরের ধর্ম প্রোডাকশন বিশ্বাস করে যে ছবির মূল বিষয়টি, স্বাধীনতা দিবস তথা দেশাত্মবোধক চিন্তাধারার সঙ্গে মিল রয়েছে এবং ছবিটি মুক্তি দেওয়ার এটাই উপযুক্ত সময়। ‘সূর্যবংশী’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে রণবীর সিং এবং অজয় দেবগণকেও।

প্রতিবেদনে এও বলা হয়েছে যে কোভিড এবং লকডাউন পরিস্থিতি কিছুটা সহজ হওয়ার পরে ‘সূর্যবংশী’ টিম এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা করতে চলেছে। ‘সূর্যবংশী’র  ট্রেলার দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। অক্ষয় এবং ক্যাটরিনা এর আগে ‘দে দানা দান’, ‘ওয়েলকাম’ এবং আর বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

আরও পড়ুন টাকা ধার করে তৈরি বুদ্ধদেব দাশগুপ্তের উপর একমাত্র তথ্যচিত্র অবহেলিত