AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akshay Kumar: ‘রাম সেতু’র বড় অংশের শুটিং শেষ, সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন অক্ষয়

Akshay Kumar: অভিষেক শর্মা পরিচালিত এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। তাঁর সঙ্গেই গাঁটছড়া বেঁধে ‘রাম সেতু’ তৈরি করছে অ্যামাজন।

Akshay Kumar: ‘রাম সেতু’র বড় অংশের শুটিং শেষ, সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন অক্ষয়
অক্ষয়ের শেয়ার করা সেই ছবি। ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Oct 22, 2021 | 9:56 PM
Share

পাশাপাশি দাঁড়িয়ে অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং সত্যদেব। তিনজনেই বিশেষ কস্টিউম এবং মেকআপে রয়েছেন। তিন জনই আসলে রয়েছেন ‘রাম সেতু’র শুটিংয়ে। ঠিক এমন একটি ছবি শুক্রবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অক্ষয় কুমার। এই ছবির শুটিংয়ে গত বেশ কয়েকদিন উটিতে ছিলেন তাঁরা। অবশেষে শেষ হলে উটি পর্বের শুটিং। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সে বার্তাই দিয়েছেন তিনি।

অক্ষয় লিখেছেন, ‘ছবিতে হোক বা জীবনে ঘন মেঘের ভিতর থেকে আলোর রেখা আসা সব সময়ই সুন্দর। রাম সেতুর উটি শিডিউল শেষ হল। আশা করব এই আলো আমাদের সব সময় পথ দেখাবে।’ ঈষৎ বড় চুল। চোখে গোল ফ্রেমের চশমা। এই লুকে নিজের ছবি শেয়ার করে শুটিং শুরুর দিন সোশ্যাল ওয়ালে অক্ষয় লেখেন, ‘খুব স্পেশ্যাল একটা ফিল্ম তৈরির জার্নি আজ থেকে শুরু হল। রাম সেতুর শুটিং শুরু। একজন প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় অভিনয় করছি। এই লুকটা কেমন লাগছে, সে সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত সব সময় আমার কাছে গুরুত্বপূর্ণ।’

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

অভিষেক শর্মা পরিচালিত এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। তাঁর সঙ্গেই গাঁটছড়া বেঁধে ‘রাম সেতু’ তৈরি করছে অ্যামাজন। অযোধ্যায় এই ছবির মহরত হয়েছিল। সেখানে কিছু অংশের শুটিংও করা হয়। অক্ষয় আগেই জানিয়েছিলেন, এই ছবির চিত্রনাট্যই আসল। সেটা তাঁর এত পছন্দ হয়েছিল, যে রাজি না হওয়ার কোনও কারণই ছিল না। একসঙ্গে বসে চিত্রনাট্য পড়ার সময়টাও এনজয় করেছিলেন তাঁরা।

প্রযোজকের সঙ্গে গাঁটছড়া বেঁধে হল রিলিজের জন্য ছবি প্রযোজনা করা, নেটফ্লিক্স বিদেশে অনেক আগেই শুরু করেছে। ‘দ্য আইরিস ম্যান’ এবং ‘ম্যারেজ স্টোরি’ এরকমই দু’টি ছবি। ছবি দুটি প্রথমে হল রিলিজ করেছিল,পরে নেটফ্লিক্সে স্ট্রিমিং হয়। ভারতে এই পদ্ধতিতে রাম সেতুর মাধ্যমেই ছবি তৈরি শুরু করেছে অ্যামাজন। ভারতে অ্যামাজন প্রাইম ভিডিয়োর কনটেন্ট হেড বিজয় সুব্রহ্মণ্যম সে প্রসঙ্গে আগেই বলেছিলেন, “রাম সেতু এমন ছবি যেখানে ভারতের ঐতিহ্যকে তুলে ধরা হবে। প্রায় ২৪০ টা দেশের দর্শক এই ছবির মাধ্যমে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে দেখার এবং বোঝার সুযোগ পাবেন। এই ধরনের প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি অ্যামাজন।”

আরও পড়ুন, Bhaswar Chatterjee: কাশ্মীরে গিয়ে নতুন খাবার হারিসার স্বাদ পেলেন ভাস্বর