Akshay-Katrina: ক্যাটরিনা বিয়ে করার জন্য একেবারে তৈরি, জানালেন অক্ষয় কুমার

এই মুহূর্তে বলিপাড়ার সবচেয়ে আলোচিত বিষয় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে।

Akshay-Katrina: ক্যাটরিনা বিয়ে করার জন্য একেবারে তৈরি, জানালেন অক্ষয় কুমার
ক্যাটরিনা কাইফ ও অক্ষয় কুমার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2021 | 12:12 AM

ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফের দু’জনের কেউই এখনও পর্যন্ত তাঁদের বিয়ে নিয়ে একটি শব্দও ব্যয় করেননি। খবর পাওয়া যাচ্ছে, তাঁরা নাকি রাজস্থানে বিয়ে করতে চলেছেন। তাঁদের বিয়ের পোশাক নাকি তৈরি করছেন সব্যসাচী মুখোপাধ্যায়। সম্প্রতি রটেছে, পরিচালক কবীর খানের বাড়িতে দু’জনে নাকি সেরে ফেলেছেন রোকা পর্বও। এসবের মাঝে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সূর্যবংশী’তেও ক্যাটরিনার সহ-অভিনেতা অক্ষয় কুমার বলেছেন, বিয়ের জন্য একেবারে তৈরি ক্যাট!

‘সূর্যবংশী’র প্রোমোশনে ‘দ্যা কপিল শর্মা’ শোতে এসেছিলেন অক্ষয়-ক্যাটরিনা। বিভিন্ন ভারতীয় বাসনপত্র নিয়ে একটি পরীক্ষা করতে দেওয়া হয় ক্যাটরিনাকে। সেই পরীক্ষায় তিনি পাশ করেছেন। যেই না পাশ করা, অমনি অক্ষয়ের এই মন্তব্য। ছবিটি মুক্তি পাওয়ার পর শোয়ের হোস্ট কপিল শর্মা ভিডিয়োটি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বিভিন্ন বাসনপত্রের নাম বলছেন ক্যাটরিনা। সেই সঙ্গে বলছেন সেগুলির উপকারিতাও। ক্যাটের মধ্যে ‘পাক্কা গিন্নি’ হওয়ার লক্ষণ দেখতে পেয়েছেন অক্ষয়।

এই মুহূর্তে বলিপাড়ার সবচেয়ে আলোচিত টপিক ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। নেটিজেন তো বটেই তাঁদের বিয়ে নিয়ে বলিস্টারদের উত্তেজনাও কম নয়। যেহেতু বিয়ে নিয়ে এখনও পর্যন্ত ক্যাটরিনা ও ভিকি একটিও মন্তব্য করেননি, তাই কৌতুহল বাড়ছে ক্রমশই। দিন যত এগিয়ে যাচ্ছে, ক্যাটরিনা-ভিকি ঘনিষ্ঠদের থেকেই পাওয়া যাচ্ছে একের পর এক অজানা তথ্য। জুটির ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, এই ডিসেম্বরে বিয়ে করতে কিছুটা পিছপা ছিলেন ভিকি। তবে প্রেমিকা ক্যাটরিনার কথাতেই নাকি বিয়ের ডেট এগিয়ে আনতে বাধ্য হয়েছেন অভিনেতা।

আরও পড়ুন: Katrina-Vicky: এখনই বিয়ে করতে চাননি ভিকি, এক বিশেষ কারণে ‘জোর’ করেন ক্যাটরিনাই!