Alia Bhatt Pregnant: বিয়ের আড়াই মাসের মধ্যেই সুখবর, মা হচ্ছেন আলিয়া ভাট, হাসপাতাল থেকেই শেয়ার করলেন ছবি
Alia Bhatt Pregnant: গত ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর-আলিয়া। সাদামাঠা ভাবে হয়েছিল সেই বিয়ে।

কাকপক্ষীতেও টের পায়নি। পাপারাজ্জির কাছেও পৌঁছয়নি খবর। অবশেষে সপ্তাহের প্রথম কাজের দিনে সুখবর ঘোষণা আলিয়া ভাটের। মা হচ্ছেন তিনি। কাপুর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। বাবা হচ্ছেন রণবীর। আল্ট্রাসোনোগ্রাফির ছবি শেয়ার করে আলিয়া লেখেন, “আমাদের সন্তান, খুব শীঘ্রই আসতে চলেছে”। ছবিতে হাজির বাবা রণবীরও। স্ত্রীর পাশেই হাসপাতালেই তাঁকে আগলে রয়েছেন তিনি। দেখা যাচ্ছে আলিয়ার বেবিবাম্পের ছবিও।
গত ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর-আলিয়া। সাদামাঠা ভাবে হয়েছিল সেই বিয়ে। নতুন অতিথি আসছে জানতে পেরেই কি তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা? সে যাই হোক সুখবর নেটপাড়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। সেলেব থেকে সাধারণ– আপাতত রালিয়াকে জানিয়েই চলেছেন শুভেচ্ছা বার্তা, বড় ননদ ঋদ্ধিমা তো দারুণ খুশি। সংসারের নতুন সদস্য আসছে বলে কথা।
বাবা যে হতে চলেছেন এ ইঙ্গিত কিছুদিন আগেই ‘শামশেরা’র ট্রেলার মুক্তির দিনে করেছিলেন রণবীর। তাঁকে প্রশ্ন করা হয়, এবার থেকে কতটা কাজ তিনি করবেন? উত্তরে তিনি বলেছিলেন, “আমার এখন অনেক কাজ করার আছে। পরিবার বড় হবে। আগে শুধু নিজের জন্য কাজ করতাম এখন পরিবারের জন্যও কাজ করতে হবে আমাকে”। অন্যদিকে আলিয়াকে তিনি উল্লেখ করেছিল ডাল-ভাতের সঙ্গে। বলেছিলেন, ‘ডাল চাওয়াল তড়কা কে সাথ’। ইন্ডাস্ট্রিতে ক্যাসেনোভা বলেই পরিচিত ছিলেন রণবীর। দীপিকা-ক্যাটরিনা– রণবীর প্রেমের মায়াজলে আচ্ছন্ন ছিলেন সকলেই। কিন্তু পাঁচ বছর আগেই সমস্ত হিসেব বদলে যায়। দেখা হয় আলিয়ার সঙ্গে। তাঁদের বয়সের ফারাক বেশ খানিকটা। আলিয়াকেই মন দিয়ে বসেন রণবীর। অন্যদিকে আলিয়ার ছোট থেকেই ক্রাশ ছিলেন তিনি। হয়ে যায় প্রেম। কাপুর পরিবারের সঙ্গে খুব তাড়াতাড়ি সখ্য গড়ে ওঠে আলিয়ার। অচিরেই হয়ে পড়েন পরিবারের সদস্য। সেই সদস্য সংখ্যা আবারও বাড়তে চলেছে। কাপুর পরিবারে আসছে আর এক ছোটো কাপুর।
View this post on Instagram





