Ranbir-Alia: ১৫ ডিসেম্বর ভক্তদের সঙ্গে খুশি ভাগ করে নিতে চলেছেন রণবীর-আলিয়া

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 11, 2021 | 8:09 PM

সুখবর দিতে চলেছেন তাঁরা। যেই সুখবরের অংশ হতে পারেন আপনিও। ভার্চুয়ালি নয়, বরং ভাগ্য ভাল থাকলে সশরীরে হাজির হতে পারেন সেখানে। কী রয়েছে ওই দিন?

Ranbir-Alia: ১৫ ডিসেম্বর ভক্তদের সঙ্গে খুশি ভাগ করে নিতে চলেছেন রণবীর-আলিয়া
রণবীর-আলিয়া।

Follow Us

আর মাত্র চার দিন। আপনি যদি রণবীর কাপুর অথবা আলিয়া ভাটের ভক্ত হন তবে ১৫ ডিসেম্বর সব কাজ বাতিল করুন। সুখবর দিতে চলেছেন তাঁরা। যেই সুখবরের অংশ হতে পারেন আপনিও। ভার্চুয়ালি নয়, বরং ভাগ্য ভাল থাকলে সশরীরে হাজির হতে পারেন সেখানে। কী রয়েছে ওই দিন?

রণবীর-আলিয়ার সুপার হাইপড ছবি মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই। ওই দিন অর্থাৎ ১৫ তারিখ ওই ছবিরই মোশান পোস্টার আসতে চলেছে। তবে সারপ্রাইজের বাকি আছে অনেক। ভক্তদের সঙ্গে খোলা মাঠেই মোশন পোস্টার রিলিজ করতে চলেছেন আলিয়া-রণবীর ও ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে নয়া দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে।

সেই কথাই শেয়ার করে আলিয়া লিখেছেন, “ডিসেম্বরের ১৫ তারিখ আমাদের ছবির মোশন পোস্টার আসতে চলেছে। ফ্যান ইভেন্ট মাধ্যমে আমাদের শিবের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব আমরা। আসুন, ব্রহ্মাস্ত্রর অংশ হোন। ভালবাসা– রণবীর, আলিয়া ও অয়ন।” তবে অনুষ্ঠানে যোগ দেওয়ার কিছু শর্ত রয়েছে। আগে থেকে বুক করতে হবে জায়গা। আসনসংখ্যা সীমিত। তাই আগে গেলে এক্ষেত্রে বাঘে খাবে না বরং মিলবে সোনা, প্রিয় তারকাকে সামনে থেকে দেখার সুযোগ।

এ যাবৎ বলিউডের অন্যতম ব্যয়বহুল ছবি এটি। যা যুগ্ম প্রযোজনা করেছে ধর্ম প্রযোজনা সংস্থা ও ফক্স স্টার স্টুডিয়ো। ছবিটি গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে ছবির শুটিং বাকি থাকায় তা পিছিয়ে যায়। ছবিতে রয়েছেন, রণবীর-আলিয়া ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, ডিম্পল কাপাডিয়া ও মৌনী রায়।
কিম ও কানইয়ে।

 

Next Article