Alia Bhatt-Ranveer Singh: আর বাধা নেই, জমতে চলেছে আলিয়া-রণবীরের প্রেম

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 01, 2022 | 7:12 PM

কথা হচ্ছে করণ জোহারের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র শুটিংয়ের। রণবীর, আলিয়া জুটির ওই ছবির শুট শুরু হয়েও হতে পারেনি গত মাসে। তবে এবার হচ্ছে...

Alia Bhatt-Ranveer Singh: আর বাধা নেই, জমতে চলেছে আলিয়া-রণবীরের প্রেম
ফের জমে উঠবে আলিয়া-রণবীরের প্রেম

Follow Us

 

লাইট, ক্যামেরা, অ্যাকশনের ফাঁকে সব ভাল ভালই কাটছিল। জোরদার চলছিল প্রেমকাহিনীর প্রস্তুতি। পরিকল্পনা মাফিক সেট পড়েছিল ফিল্ম সিটির রিলায়েন্স স্টুডিওতে। চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতিও। ১০ জানুয়ারি থেকে হওয়ার কথা ছিল সিনেমার এক গানের শুটিং। কিন্তু মাঝপথেই বাধা। পরিচালক করণ জোহরের যাবতীয় প্ল্যান ভেস্তে দেয় ওমিক্রন।

কথা হচ্ছে করণ জোহারের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিংয়ের। রণবীর, আলিয়া জুটির ওই ছবির শুট শুরু হয়েও হতে পারেনি গত মাসে। তবে এবার হচ্ছে, এমনটাই জানাচ্ছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন। সেখান থেকেই জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং। ১২ দিনের শুটিং শিডিউল। তবে শুধু গান নয়। বেশ কয়েকটি দৃশ্যেরও নাকি শুট হবে বুধবার থেকে।

তবে শুধু আলিয়া, রণবীর নয় এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়া বচ্চন, সাবানা আজমি, ধর্মেন্দ্রকে। ছবিতে ধর্মেন্দ্র ও জয়া বচ্চন রণবীরের পরিবারের সদস্য এবং শাবানা আজ়মি আলিয়ার। ঈশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রায় ছবির গল্প লিখেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালে মুক্তি পেতে চলেছে করণ জোহরের কামব্যাক ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

ছবিতে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্য়ায় ও টোটা রায় চৌধুরী। TV9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে চূর্ণী আগেই বলেছিলেন, “অভিনেতা হিসেবে অনেক স্বাধীনতা পেয়েছি। করণ ওঁর অভিনেতাদের ইমপ্রোভাইজ় করতে দিতে বিশ্বাসী। একেবারেই গুরুগম্ভীর মানুষ নন। আমরা খুবই মজা করে কাজটা করেছি। তবে কাজের ব্যাপারে খুবই সিরিয়াস করণ। ওঁর নেতৃত্বে সকলেই মন দিয়ে কাজ করেছে।”

আরও পড়ুন: Mithun Chakraborty-Bharti Singh: প্রকাশ্য শোতে মিঠুনকে ডাইপার পালটাতে বললেন ভারতী!

আরও পড়ুন: Sabitri Chattopadhyay: শর্ট ফিল্মে সাবিত্রী চট্টোপাধ্যায়, সূক্ষ্ম অনুভূতির আরও এক হৃদয়স্পর্শী পারফরম্যান্স

আরও পড়ুন: Amitabh-Abhishek-Milind: কেরিয়ারের শুরুতে প্রোডাকশন বয় ছিলেন অভিষেক!

Next Article