Alia Bhatt: ‘রণবীরের সঙ্গে সম্পর্কে আমিই কুকুর…’, কেন বললেন আলিয়া?

Alia Bhatt: সম্প্রতি রণবীরকে আলিয়ার সঙ্গে তাঁর বিয়ের তারিখ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে রণবীর বলেছিলেন, "আমায় কি পাগলা কুকুরে কামড়েছে...

Alia Bhatt: 'রণবীরের সঙ্গে সম্পর্কে আমিই কুকুর...', কেন বললেন আলিয়া?
আলিয়া-রণবীর।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2022 | 9:23 AM

তাঁদের বিয়ে নিয়ে এই মুহূর্তে বলিপাড়ায় বেশ চর্চা। রটছে নানা ভুয়ো খবর। এরই মধ্যে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আলিয়া ভাট। জানিয়ে দিল রণবীরের সঙ্গে প্রেমে তিনিই হলেন কুকুর আর প্রেমিক বিড়াল। কেন এমন উক্তি তাঁর? সে ব্যাখ্যাও আলিয়া দিয়েছেন নিজেই।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, “আমাদের সম্পর্কে ও বিড়াল আমি কুকুর। আমি কখনও কখনও সকালবেলা একগাদা এনার্জি নিয়ে উঠে পড়ি। রণবীর বলতে থাকে, ‘ঠাণ্ডা হও, জোরে জোরে শ্বাস নাও’। তিনি আরও যোগ করেন, রণবীর তাঁর থেকে অনেকাংশেই শান্ত। তাঁর কথায়, “আমি ওর উপর অনেকটা ভরসা করি। ওর ওই শান্ত ভাবের জন্য।”

সম্প্রতি রণবীরকে আলিয়ার সঙ্গে তাঁর বিয়ের তারিখ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে রণবীর বলেছিলেন, “আমায় কি পাগলা কুকুরে কামড়েছে যে আমি মিডিয়াকে বলে দেব? তবে হ্যাঁ, আমাদের দুজনেরই বিয়ে করার ইচ্ছে রয়েছে। হয়তো খুব শীঘ্রই সেরে ফেলব।” কিন্তু এই ‘শীঘ্র’ যে কতটা শীঘ্র তা কিন্তু খোলসা করেননি রণবীর।

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকেই মূলত কাছাকাছি আসেন রণবীর-আলিয়া। তার আগে রণবীর সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। ওদিকে আবার আলিয়া ছিলেন ক্যাটরিনার বেস্ট ফ্রেন্ড। হঠাৎ করেই নাকি প্রেম হয়ে যায় দুজনের, জানিয়েছিলেন অয়ন। তবে দীর্ঘদিন নিজেদের সম্পর্কের কথা চেপে রাখেননি রণবীর আলিয়া। ২০১৮ সালে সোনম কাপুরের বিয়েতে হাতে হাত রেখে হাজির হয়েছিলেন দুজনে। চমকে গিয়েছিল গোটা বিশ্ব। তাঁদের সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরেই করা হয়েছিল নেতিবাচক মন্তব্যও। যদিও ৪ বছর পরেও তাঁদের প্রেম এখনও একই রকম। কাপুর ও ভাট পরিবারও এই প্রেম নিয়ে বেজায় খুশি। দুই বাড়িতেই দুইজনের অবাধ যাতায়াত। রণবীর এর আগে জানিয়েছিলেন করোনা না থাকলে ২০২০তেই নাকি বিয়ে করে নিতেন তাঁরা। এখন করোনা অনেকটা নিয়ন্ত্রণে। ২০২২-এ এসে অফিসিয়ালি এক হন কিনা তাই দেখতে উদগ্রীব ‘রালিয়া’ (ভক্তরা তাঁদের এই নামেই ডাকে) ভক্তরা।