Suhana Khan: দাদার গ্রেফতারির পর এই প্রথম পোস্ট সুহানার, কী লিখলেন তিনি?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 08, 2021 | 1:19 PM

বৃহস্পতিবার আদালত জামিন দেয়নি আরিয়ান খানকে। আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি। ওই দিন সকাল থেকে ছিল টানটান উত্তেজনা।

Suhana Khan: দাদার গ্রেফতারির পর এই প্রথম পোস্ট সুহানার, কী লিখলেন তিনি?
সুহানা খান।

Follow Us

মাদককাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান খানের গ্রেফতারি যেন এক লহমায় থমকে দিয়েছে গোটা পরিবারটিকেই। ইনস্টাগ্রামে সদা অ্যাক্টিভ গৌরি, সুহানা অথবা শাহরুখ কেউই নতুন কোনও পোস্ট করেননি। নেই কোনও প্রমোশনও। অবশেষে প্রায় দুই সপ্তাহ পর ইনস্টায় অ্যাক্টিভ হলেন শাহরুখ কন্যা সুহানা খান। আরিয়ানের গ্রেফতারির পর এই প্রথম ইনস্টাগ্রামে পোস্ট করলেন সুহানা খান। কী লিখলেন তিনি?

আজ অর্থাৎ শুক্রবার গৌরি খানের জন্মদিন। মা’কেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তবে শুধু মায়ের ছবি নয়। বাবা শাহরুখ ও মা গৌরির এক সাদা-কালো ছবি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, “শুভ জন্মদিন মা”। ছবির মন্তব্য সেকশন সীমিত করেছেন সুহানা। সেখানে নেটিজেনের অনুপ্রবেশ নিষেধ। সুহানার ওই পোস্টে কমেন্ট করেছেন শানায়া কাপুর থেকে শুরু করে অনন্যা পাণ্ডেসহ অন্যান্য স্টারকিডরাও। শানায়া, সুহানা ও অনন্যা যে ভীষণ ভাল বন্ধু এ কথা কারও অজানা নয়।


বৃহস্পতিবার আদালত জামিন দেয়নি আরিয়ান খানকে। আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি। ওই দিন সকাল থেকে ছিল টানটান উত্তেজনা। আরিয়ান কি জামিন পাবেন নাকি তাঁর হেফাজতের মেয়াদ বৃদ্ধি হবে তা নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। সকাল গড়াতেই আদালতে হাজির করা হয় আরবাজ-আরিয়ান সহ বাকি অভিযুক্তদের। প্রথম থেকেই আরিয়ানের এনসিবির হেফাজতের মেয়াদ আরও চার দিন বৃদ্ধির আবেদন জানিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

কারণ হিসেবে তাঁরা বলেন, এনসিবি’র তরফে আদালতে জানান হয়, প্রয়োজনে আরও বেশ কিছু জায়গায় অভিযান চালাতে পারেন তাঁরা। উপযুক্ত প্রমাণ পেলে হতে পারে গ্রেফতারিও। সম্ভাব্য দোষীর সঙ্গে বর্তমানে গ্রেফতার হয়েছেন যারা তাঁদের মুখোমুখি বসিয়ে জেরার প্রয়োজন রয়েছে বলেই হেফাজতের মেয়াদ বৃদ্ধির প্রয়োজন রয়েছে। অন্যদিকে আরিয়ান-আরবাজের কৌঁসুলিরা এ তত্ত্বকে খারিজ করে পাল্টা আদালতে তাঁদের মক্কেলের জামিনের জন্য সরব হন। যদিও লাভ হয়নি সব পক্ষের মতামত শেষে আরিয়ানকে এনসিবি হেফাজতের পরিবর্তে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন প্রধান বিচারক। আগামী ১৪ দিন সেখানেই কাটাতে হবে তাঁকে।

আরও পড়ুন: Tollywood: পাভেলের পরিচালনায় প্রসেনজিৎ এবার ‘ডাক্তারকাকু’, রয়েছেন ঋদ্ধিও

 

Next Article