ভক্তের লেখা কবিতায় আপ্লুত বিগ-বি, পাঠ করে শোনালেন নেটিজেনদের
কবিতাটি লিখেছেন জনৈক বিকাশ। কবিতার নাম চেহরে। বিকাশকে শ্রদ্ধা জানিয়ে ভিডিয়োর ক্যাপশনে বিগ-বি লিখেছেন, "চেহারা ভাবে চেহারাই কী করে এমন কাজ করল! বিকাশ কে আর মিউজিক কম্পোজার রোহন-বিনায়ককে আমার শ্রদ্ধা।"
কবিতাটি পড়েই অনুভব করেছিলেন, এই কবিতার পরিচিতি দরকার। ছড়িয়ে পড়া দরকার বিভিন্ন মহলে। যেমনটা চেয়েছিলেন করলেনও তেমনটাই। ভক্তের লেখা কবিতা পাঠ করলেন অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করলেন সেই ভিডিয়ো।
কবিতাটি লিখেছেন জনৈক বিকাশ। কবিতার নাম চেহরে। বিকাশকে শ্রদ্ধা জানিয়ে ভিডিয়োর ক্যাপশনে বিগ-বি লিখেছেন, “চেহারা ভাবে চেহারাই কী করে এমন কাজ করল! বিকাশ কে আর মিউজিক কম্পোজার রোহন-বিনায়ককে আমার শ্রদ্ধা।” নিজের ব্লগে কবিতাটি সম্পর্কে আরও বিশদে লিখেছেন তিনি।
লিখেছেন, “এত কষ্ট করার পিছনে আরও একটি কারণও রয়েছে। আমার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির প্রচার।” প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে বিগপবি’র ছবি। রুমি জাফরি পরিচালিত সেই ছবির নামও চেহরে। বিগ-বি আরও লেখেন, “অসাধারণ একটি কবিতা। পড়ার পরেই মনে হয়েছিল এই কবিতার একটি প্ল্যাটফর্ম দরকার। অনেক ট্রায়াল ও ভুলের পর অবশেষে… দেখা যাক ফলাফল কী হয়।” অমিতাভ বচ্চন অভিনীত চেহরে ছবিতে বিগ-বি ছাড়াও রয়েছেন ইমরান হাসমি ও রিয়া চক্রবর্তী। যদিও বক্স অফিসে সেই ছবি এখনও পর্যন্ত খুব ভাল ফল করেনি।
আরও পড়ুন: বুদ্ধদেব গুহর ছবিগুলো স্পর্শকাতর চিত্রকলা: যোগেন চৌধুরী
সম্প্রতি এক সমস্যা নিয়ে খানিকটা অপ্রস্তুতে পড়েছেন বিগ-বি। দিন কয়েক আগেই প্রিয় দেহরক্ষীকে বিদায় জানাতে হয়েছে তাঁকে। প্রিয় রক্ষীর নাম জিতেন্দ্র শিন্ডে। বিগত ছয় বছর ধরে যিনি ছিলেন অমিতাভের ছায়াসঙ্গী। দিন কয়েক আগে এক প্রতিবেদনে প্রকাশিত হয় জিতেন্দ্রর বার্ষিক আয় দেড় কোটি টাকা। জিতেন্দ্র সরকারি কর্মচারী। অমিতাভ যেহেতু জেড ক্যাটাগরির নিরাপত্তা পান তাই মুম্বই পুলিশের হেড কনস্টেবল জিতেন্দ্রকে অমিতাভের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিয়োগ করা হয়েছিল ২০১৫ সালে। যদিও তাঁর মাসিক আয় সরকারের দ্বারাই নির্ধারিত হওয়ার নিয়ম। তা সত্ত্বেও দেড় কোটি টাকার মতো মোটা অঙ্কের পারিশ্রমিক কীভাবে তিনি পাচ্ছেন তা নিয়েই তদন্ত শুরু হওয়ার পরেই বদলে যায় বিগ-বি’র দেহরক্ষী। অমিতাভের কাছ থেকে তিনি ব্যক্তিগত কোনও পারিশ্রমিক নিতেন কিনা সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
View this post on Instagram
জিজ্ঞাসাবাদের সময় শিন্ডে পুলিশকে জানিয়েছেন, তাঁর স্ত্রী একটি সিকিউরিটি এজেন্সি চালান। সেই এজেন্সি থেকে বিভিন্ন সেলেব ও বিখ্যাতদের সিকিউরিটি সার্ভিস দেওয়া হয়। শিন্ডে জানিয়েছেন, সেই এজেন্সিটি তাঁর স্ত্রী নিজের নামেই চালান। তবে অমিতাভ যে তাঁকে ১.৫ কোটি টাকা স্যালারি দেন না, সেই কথা শিন্ডে পরিষ্কার করেই জানিয়ে দিয়েছেন। অন্যদিকে মুম্বই পুলিশ থেকে জানানো হয়েছে, একজন পুলিশকর্মীকে পাঁচ বছরের বেশি কোনও জায়গায় পোস্টিং করা হয় না। সে কারণেই জিতেন্দ্রর এই বদলি। এই মুহূর্তে মুম্বইয়ে অন্য এক পুলিশ স্টেশনে কাজ করছেন জিতেন্দ্র। প্রিয় রক্ষী চলে যাওয়ায় কিছুটা হলেও অস্বস্তিতে বিগ-বি।