অমিতাভের দেহরক্ষী জিতেন্দ্র শিন্ডের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ। কী তাঁর অপরাধ? বছরে ১.৫ কোটি টাকা রোজগার জিতেন্দ্রর। কীভাবে এই রোজগার খতিয়ে দেখতে চায় মুম্বই পুলিশ। এদিকে প্রিয় দেহরক্ষীকে বিদায় জানাতে হয়েছে বিগ বিকে। মন ভাল নেই তাঁর।
জিতেন্দ্রর আরও একটি পরিচয় আছে। তিনি কেবল অমিতাভের দেহরক্ষী নন। তিনি মুম্বই পুলিশের কনস্টেবল। অমিতাভের দেহরক্ষী হিসেবে তাঁকে নিয়োগ করা হয়। বিগত কয়েক বছর ধরেই অমিতাভের দেহরক্ষী হিসেবে কাজ করছেন জিতেন্দ্র। সম্প্রতি জানা গিয়েছে, তাঁর বার্ষিক আয় ১.৫ কোটি টাকা। শুনে জিতেন্দ্রর দফতরের অনেকের চোখই কপালে উঠেছে। এত টাকা কী করে?
জিজ্ঞাসাবাদের সময় শিন্ডে পুলিশকে জানিয়েছেন, তাঁর স্ত্রী একটি সিকিউরিটি এজেন্সি চালান। সেই এজেন্সি থেকে বিভিন্ন সেলেব ও বিখ্যাতদের সিকিউরিটি সার্ভিস দেওয়া হয়। শিন্ডে জানিয়েছেন, সেই এজেন্সিটি তাঁর স্ত্রী নিজের নামেই চালান।
তবে অমিতাভ যে তাঁকে ১.৫ কোটি টাকা স্যালারি দেন না, সেই কথা শিন্ডে পরিষ্কার করেই জানিয়ে দিয়েছেন। অন্যদিকে মুম্বই পুলিশ থেকে জানানো হয়েছে, একজন পুলিশকর্মীকে পাঁচ বছরের বেশি কোনও জায়গায় পোস্টিং করা হয় না। সেদিক থেকে দেখতে গেলে ২০১৫ সাল থেকে অমিতাভের দেহরক্ষী হিসেবে কাজ করছেন জিতেন্দ্র। অমিতাভকে জেড বিভাগের নিরাপত্তা দেওয়া হয়। তাঁর সঙ্গে সবসময় দু’জন পুলিশ থাকেন। শিন্ডেকে অমিতাভ খুবই পছন্দ করতেন। অন্যতম প্রিয় দেহরক্ষী তাঁর। সব জায়গায় সঙ্গে সঙ্গে যেতে অমিতাভের। প্রায় তাঁর ছায়াসঙ্গী হয়ে উঠেছিলেন জিতেন্দ্র। এখন দক্ষিণ মুম্বইয়ের একটি পুলিশ স্টেশনে বদলি হয়েছেন তিনি।
আরও পড়ুন: ‘আমি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে গর্বিত বাবা’, কেন বললেন সুনীল শেট্টি