‘আমি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে গর্বিত বাবা’, কেন বললেন সুনীল শেট্টি

Ahan Shetty: ছেলে আহানের প্রশংসায় পঞ্চমুখ সুনীল শেট্টি। আহান লঞ্চ হতে চলেছেন 'তড়প' ছবিতে।

'আমি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে গর্বিত বাবা', কেন বললেন সুনীল শেট্টি
সুনীল শেট্টি ও আহান শেট্টি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2021 | 7:32 PM

আরও একটি প্রেমের ছবি তৈরি হচ্ছে বলিউডে। ছবির নাম ‘তড়প’। মিলন লুথারিয়া পরিচালিত ছবিতে লঞ্চ হতে চলেছেন অভিনেতা সুনীল শেটির পুত্র আহান শেট্টি। মিলন লুথারিয়ার বেশির ভাগ ছবি পুরুষ প্রোটাগনিস্ট ভিত্তিক। ‘তড়প’-এও তাই দেখানো হবে। তবে এই ছবিতে রয়েছে ‘ইনটেন্স’ প্রেম। লুথারিয়ার ডেবিউ ছবি ‘কচ্চে ধাগে’তে দুই সৎ ভাইয়ের কথা বলা হয়েছিল। দুই সৎ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগণ ও সইফ আলি খান। ‘বাদশাহ’ ছবিতেও ছিলেন অজয়। সঙ্গে ছিলেন ইমরান হাশমি।

View this post on Instagram

A post shared by Ahan Shetty (@ahan.shetty)

সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় লঞ্চ হচ্ছেন আহান। তিনি লঞ্চ করেছিলেন তাঁর বাবা সুনীলকেও। এটাকে একটা মজাদার যোগসূত্র বলা যেতে পারে। সুনীলের ডেবিউ ছবি ‘ওয়াক্ত হামারা হ্যায়’ ছিল সম্পূর্ণ অ্যাকশন ছবি। সেদিক থেকে দেখতে গেলে ‘তড়প’ প্রেমের ছবি।

সম্প্রতি সাজিদের এক পরিচিত বলেছেন, আহানকে নিয়ে সাজিদ খুবই বিশ্বাসী। সাজিদ মনে করেন, শুরু থেকেই আহান অনেক বেশি তৈরি, অনেক বেশি আত্মবিশ্বাস রয়েছে তাঁর মধ্যে। যেন মনেই হয় না ডেবিউ ছবিতে কাজ করছেন তিনি। এতটা আত্মবিশ্বাসী নাকি প্রথম ছবিতে অভিনয় করার সময় সুনীলের মধ্যে ছিল না।

View this post on Instagram

A post shared by Ahan Shetty (@ahan.shetty)

অন্যদিকে ছেলের ডেবিউ নিয়ে মুখ খুলেছেন সুনীল শেট্টি। বলেছেন, “প্রত্যেক বাবাই চায় তাঁর ছেলেমেয়ে তাঁকে ছাপিয়ে যাক। আমার থেকে আহান যদি বেশি ভাল হয়, তা হলে বলব, আমি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে গর্বিত বাবা। আহান খুবই কর্মঠ ছেলে। খুব মন দিয়ে সব কাজ করে ও। ওর বয়েসে আমি এতবেশি ফোকাসড ছিলাম না।” এবছর শীতে ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবি।

আরও পড়ুনNusrat Jahan: ছেলের নাম কেন ঈশান রাখলেন নুসরত?

আরও পড়ুনবিতর্কিত মন্তব্যে আগুন ধরিয়েছিলেন কোন কোন তারকা, কী ছিল তাঁদের মন্তব্য?