Bollywood Controversial Statements: বিতর্কিত মন্তব্যে আগুন ধরিয়েছিলেন কোন কোন তারকা, কী ছিল তাঁদের মন্তব্য?

নানা সময়ে সেলেবদের নানা বিতর্কিত মন্তব্য তাঁদের সমস্যার মুখে দাঁড় করিয়েছে। সৃষ্টি করেছে নতুন বিতর্কের। দেখে নিন কোন তারকা কবে কী বলে বলিউডে ও নিজেদের জীবনে আগুন ধরিয়েছিলেন।

| Edited By: | Updated on: Aug 27, 2021 | 4:55 PM
ঐশ্বর্য রাই বচ্চনকে 'আন্টি' বলেছিলেন সোনম কাপুর। ফলস্বরূপ, কান ফেস্টিভ্যালের দরজা সোনমের জন্য বন্ধ করেছিলেন ঐশ্বর্য।

ঐশ্বর্য রাই বচ্চনকে 'আন্টি' বলেছিলেন সোনম কাপুর। ফলস্বরূপ, কান ফেস্টিভ্যালের দরজা সোনমের জন্য বন্ধ করেছিলেন ঐশ্বর্য।

1 / 9
একবার নিজের ব্লগে আমির খান বলেছিলেন, শাহরুখ তাঁর পা চাটছে। আমিরের পোষ্যর নাম শাহরুখ।

একবার নিজের ব্লগে আমির খান বলেছিলেন, শাহরুখ তাঁর পা চাটছে। আমিরের পোষ্যর নাম শাহরুখ।

2 / 9
একবার ঐশ্বর্য রাই বচ্চনকে 'প্লাস্টিক' বলে বিতর্কের মুখে পড়েছিলেন ইমরান হাশমি।

একবার ঐশ্বর্য রাই বচ্চনকে 'প্লাস্টিক' বলে বিতর্কের মুখে পড়েছিলেন ইমরান হাশমি।

3 / 9
কঙ্গনা রানাওয়াত বলেছিলেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর সফ্ট পর্নোগ্রাফির জন্য বিখ্যাত।

কঙ্গনা রানাওয়াত বলেছিলেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর সফ্ট পর্নোগ্রাফির জন্য বিখ্যাত।

4 / 9
একবার মহেশ ভাট বলেছিলেন, পূজা যদি তাঁর মেয়ে না হতেন, তিনি তাঁকেই বিয়ে করতেন।

একবার মহেশ ভাট বলেছিলেন, পূজা যদি তাঁর মেয়ে না হতেন, তিনি তাঁকেই বিয়ে করতেন।

5 / 9
রাখী সাওয়ান্ত। কখনও তিনি আইটেম গার্ল, আবার কখনও পেয়েছেন ড্রামা কুইন তকমা। ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন অনেকগুলো দিন। বৃহস্পতিবার ৪৩ বছর পূর্ণ করলেন রাখি। শৈশব জুড়ে দুঃসহ সংগ্রামের সঙ্গে যুদ্ধ করা রাখির জীবনও খানিক সিনেমার চিত্রনাট্যর মতো...কীরকম জেনে নাওয়া যাক...

রাখী সাওয়ান্ত। কখনও তিনি আইটেম গার্ল, আবার কখনও পেয়েছেন ড্রামা কুইন তকমা। ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন অনেকগুলো দিন। বৃহস্পতিবার ৪৩ বছর পূর্ণ করলেন রাখি। শৈশব জুড়ে দুঃসহ সংগ্রামের সঙ্গে যুদ্ধ করা রাখির জীবনও খানিক সিনেমার চিত্রনাট্যর মতো...কীরকম জেনে নাওয়া যাক...

6 / 9
সুলতান ছবির শুটিংয়ের সময় নিজের পরিশ্রমকে ধর্ষিতা মহিলার যন্ত্রণার সঙ্গে তুলনা করেছিলেন সলমন।

সুলতান ছবির শুটিংয়ের সময় নিজের পরিশ্রমকে ধর্ষিতা মহিলার যন্ত্রণার সঙ্গে তুলনা করেছিলেন সলমন।

7 / 9
"করিনার সঙ্গে ফের কাজ করব। যদি আমার প্রযোজক একটি গোরুর সঙ্গেও কাজ করতে বলেন, আমি করব। কারণ, সেটাই আমার কাজ," বলেছিলেন শাহিদ কাপুর

"করিনার সঙ্গে ফের কাজ করব। যদি আমার প্রযোজক একটি গোরুর সঙ্গেও কাজ করতে বলেন, আমি করব। কারণ, সেটাই আমার কাজ," বলেছিলেন শাহিদ কাপুর

8 / 9
"আপনাকে ভাল দেখতে নয়, এর মানে এটা নয় আপনি ভাল অভিনেতা", এমন কথা বলে আরও একবার বিতর্কের মুখে পড়েছিলেন সোনম কাপুর।

"আপনাকে ভাল দেখতে নয়, এর মানে এটা নয় আপনি ভাল অভিনেতা", এমন কথা বলে আরও একবার বিতর্কের মুখে পড়েছিলেন সোনম কাপুর।

9 / 9
Follow Us: