Amitabh Bachchan: ঘুমের চোটে হাই তুলছেন বিগ বি, ‘রাউন্ড দ্য ক্লক’ কাজ করে ক্লান্ত শরীর

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 20, 2021 | 2:27 PM

‘গুডবাই’ ছাড়াও, অমিতাভ বচ্চন আসন্ন প্রকল্পগুলির মধ্যে রয়েছে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’।

Amitabh Bachchan: ঘুমের চোটে হাই তুলছেন বিগ বি, রাউন্ড দ্য ক্লক কাজ করে ক্লান্ত শরীর
অমিতাভ।

Follow Us

ভীষণ ব্যস্ত সুপারস্টার। একের পর এক শুটিং। ৭৮ বছর বয়স তাঁর দেখে বোঝার কোনও উপায় নেই। মঙ্গলাবার অমিতাভ বচ্চনের পোস্ট করা ছবিতে ধরা পড়ল তাঁর ক্লান্তি। তাঁর ওয়ার্ক ডায়েরিতে সম্প্রতি পোস্ট করা ‘ঘুম ঘুম’ এই ছবির এক্সপ্রেশনে তাঁর ক্লান্তি পরিষ্কার। ছবিতে হাই তুলছেন বিগ বি। ‘রাউন্ড দ্য ক্লক’ চলছে শুটিং। ক্যাপশনে জানিয়েছেন বিগ বি। তিনি লেখেন, ‘এমনটা হয়…যখন তুমি রাউন্ড দ্য ক্লক কাজ করো।’

 

 

অমিতাভ বচ্চনের ব্যস্ত শিডিউলের কথা বলতে গিয়ে বলেত হল খুব শিগগিরই জনপ্রিয় টিভি কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৩তম সিজনের হোস্টিং করতে দেখা যাবে তাঁকে। শোয়ের একটি টিজারও শেয়ার করেছেন তিনি।

 

 

কিছুদিন আগে অভিনেতা বিকাশ বেহলের পরিচালিত আসন্ন ছবি ‘গুডবাই’-এর শুটিং শেষ করলেন। ছবিতে তিনি ছাড়াও অভিনয় করছেন রশ্মিকা মান্ডান্না, পাভেল গুলাটি এবং নীনা গুপ্তা।

‘গুডবাই’ ছাড়াও, অমিতাভ বচ্চন আসন্ন প্রকল্পগুলির মধ্যে রয়েছে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’। ছবিতে তাঁর সহ-অভিনেতা আলিয়া ভাট এবং রণবীর কাপুর। তাঁর পাইপলাইনে রয়েছে’চেহরে’। ইমরান হাশমির সঙ্গে দেখা যাবে তাঁকে। স্পোর্টস ড্রামা ছবি ‘ঝুন্ড’। অমিতাভ সম্প্রতি হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেক সাইন করেছেন।  ছবিতে তিনি দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করবেন। ছবিটিতে এর আগে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের কাজ করার কথা ছিল। । মূল ছবিটিতে রবার্ট ডি নিরো এবং অ্যানি হ্যাথওয়ে ছিলেন।

আরও পড়ুন Mimi Chakraborty: কোভিড রিপোর্ট নেগেটিভ, তবুও গোটা দিন মাটি হয়ে গেল মিমির!

Next Article
নগ্ন হয়ে অডিশন! রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ মডেল-অভিনেত্রী সাগরিকার
Kajol: বহুদিন পর ফিরেছেন চেনা জায়গায়….কাজলের মনে হচ্ছে পার্টি চলছে!