Mimi Chakraborty: কোভিড রিপোর্ট নেগেটিভ, তবুও গোটা দিন মাটি হয়ে গেল মিমির!
এক ছবিতে একেবারে ভিন্ন আমেজে দেখা গেল মিমিকে। সকালের রোদ পড়ছে তাঁক মুখে। আরও উজ্জ্বল হয়ে উঠেছে তাঁর মুখশ্রী।
শরার ভাল নেই সাংসদ-অভিনেত্রীর। সকাল থেকে জ্বর-জ্বর লাগছে। না না কোভিড নয়। মিমি চক্রবর্তীর আরটিপিসিআর টেস্ট নেগেটিভ এসেছে। কিন্তু শরীর ঠিক নেই। ভারাক্রান্ত মুখের একটি শর্ট ভিডিয়ো পোস্ট করেছেন মিমি। ব্ল্যাঙ্কেট টেনে বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী।
শরীর খারাপের জন্য সব কাজকম্ম বন্ধ। গোটা দিনটাই একেবারে জলে গেল। তাই খানিক মনখারাপও রয়েছে। কিন্তু তার মধ্যেই হাত নেড়ে চাঁদ নামিয়ে আনলেন অভিনেত্রী! বিশ্বাস হচ্ছে না? তাঁর নতুন পোস্টটি কিন্তু তাই প্রমাণ দিচ্ছে।
View this post on Instagram
‘আই সিট বাই মাইসেল্ফ…টকিং টু দ্য মুন’। মার্কিনি গায়ক ব্রুনো মার্সের গাওয়া গানে শুধু হাত নেড়ে সন্ধে থেকে রাত নামিয়ে আনলেন মিমি চক্রবর্তী! ইনস্টা রিলে এমন এক ভিডিয়ো পোস্ট করলেন মিমি। কিছুদিন আগে ‘অনন্ত’ ছুঁয়ে ফেলেছিলেন মিমি। ক্যাপশনের সেই ছবিতে নীল আকাশ ছিল তাঁর ছবিটি জুড়ে। সানগ্লাস পরে মিমি তাঁর হাওয়ায় উড়ে যাওয় চুল ঠিক করছেন।
View this post on Instagram
গত কয়েক দিন ধরে কলকাতার বহু জায়গার ছবি দিয়ে চলেছেন সাংসদ-অভিনেত্রী। কিছুদিন আগে ভিক্টোরিয়ার সামনে সবুজ মাঠে বুক ভরে নিশ্বাস নিলেন মিমি। দু’হাত আলদা করে দিয়েছেন দু’পাশে। ব্যাকগ্রাউন্ডে দূরে দেখা যাচ্ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল।
View this post on Instagram
গত বৃস্পতিবার এক ছবিতে একেবারে ভিন্ন আমেজে দেখা গেল মিমিকে। সকালের রোদ পড়ছে তাঁক মুখে। আরও উজ্জ্বল হয়ে উঠেছে তাঁর মুখশ্রী। বেগুনি রঙের ওড়না এলিয়ে রয়েছে তাঁর গায়ে। পরনে সাদা সালোয়ার। আর সামনে রয়েছে এক ঝাঁক ‘মসক্কলি’! বুঝলেন না? একঝাঁক পায়রা ছড়িয়ে-ছিটিয়ে তাঁর চারপাশে। মিমির ঠোঁটে এক অমলিন হাসি। ক্যাপশনে লিখেছন, ‘মর্নিং মিটস’ জুড়ে দিয়েছেন পাখির ইমোটিকন।
আরও পড়ুন Rukmini Maitra: ‘সেই রাতে রাত ছিল পূর্ণিমা…’ কালো সমুদ্রের সামনে একাকীত্বের মুখোমুখি রুক্মিণী…