Rukmini Maitra: ‘সেই রাতে রাত ছিল পূর্ণিমা…’ কালো সমুদ্রের সামনে একাকীত্বের মুখোমুখি রুক্মিণী…

গতকালই দেব মাছ ধরার ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন – “চিন্তা করবেন না, মাছটিকে আবার সমুদ্রেই ছাড়া হয়েছে।”

Rukmini Maitra: 'সেই রাতে রাত ছিল পূর্ণিমা...’ কালো সমুদ্রের সামনে একাকীত্বের মুখোমুখি রুক্মিণী...
রুক্মিণী।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2021 | 12:49 PM

বলিতারকাদের প্রিয় আউটিং স্পট মালদ্বীপ। সুযোগ পেলেই ছুটি কাটাতে চলে যান সেখানে। শুধু বলিউড তারকা কেন? পাড়ি দিয়েছেন দুই বং তারকাও। দেব-রুক্মিণী। দুই লাভ বার্ডসের চারপেশে এখন নীল জল। পাল তোলা নৌকো আর প্রেম…।

রুক্মিণীর ইনস্টা ওয়ালে পোস্ট হয়েছে এক নতুন ছবি। ওয়ান পিস পরিহিতা অভিনেত্রী। কাঠের এক বেঞ্চে বসে রয়েছেন তিনি। রাতের অন্ধাকারে কালো হয়েছে নীল সমুদ্র। চাঁদ উঠেছে আকাশে। কিন্তু সেই চাঁদের আলো আটকে রেখেছেন অভিনেত্রী। ব্যাক টু ক্যামেরা পজিশনে বসে রুক্মিণী। ক্যাপশনে লিখেছেন, ‘আজ রাতে…রাতে’।

ছবিটা দেখা মাত্র যে গান বাঙালি শ্রোতাদের মনে পড়তে বাধ্য তা হল কিশোর কুমারের গাওয়া—’ সেই রাতে রাত ছিল পূর্ণিমা’। গানটি কি মনে মনে গাইছিলেন রুক্মিণী? না তা অবশ্য জানা যায়নি।

গতকালই দেব মাছ ধরার ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন – “চিন্তা করবেন না, মাছটিকে আবার সমুদ্রেই ছাড়া হয়েছে।” অন্যদিকে রুক্মিণী দিয়ে চলেছেন একের পর এক ‘চিলিং’ ছবি।  ছবিতে দেখা যাচ্ছে, এক কাঠের নৌকোয় রুক্মিণী বসে রয়েছেন গোলাপি মিনি স্কার্ট ও টুপি পরে। লোকেশনে দেওয়া—ভারত মহাসাগরের কোনও একটি জায়গা থেকে পোস্ট করা হয়েছে ছবিটি। ক্যাপশনে, রুক্মিণী লিখেছেন, “নৌবিহারে, দ্বিতীয়বারের জন্য।” পরের ছবিগুলোয় স্পষ্ট লোকেশন—পাতিনা মালদ্বীপ, ফেরি আইল্যান্ড।

এটাই প্রথমবার নয়। এর আগেও ছুটি কাটাতে মালদ্বীপে গিয়েছেন দেব-রুক্মিণী। তবে প্রতিবারই তাঁদের কাছে প্রেমের দিনগুলো নতুন হয়ে উঠেছে রোজ। তাই মালদ্বীপ ভ্রমণ দ্বিতীয়বার হলেও বোধহয় একে অপরের প্রেমে ডুবে থাকা হচ্ছে রোজ।

আরও পড়ুন নগ্ন হয়ে অডিশন! রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ মডেল-অভিনেত্রী সাগরিকার