AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নগ্ন হয়ে অডিশন! রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ মডেল-অভিনেত্রী সাগরিকার

Raj Kundra Arrest: রাজের গ্রেফতারের পরে অভিনেত্রী ও মডেল সাগরিকা শোনা সুমনের এক ভিডিয়ো সামনে এসেছে যেখানে তিনি কুন্দ্রার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন।

নগ্ন হয়ে অডিশন! রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ মডেল-অভিনেত্রী সাগরিকার
মডেল সাগরিকা শোনা সুমন।
| Edited By: | Updated on: Jul 20, 2021 | 2:41 PM
Share

অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে সোমবার রাতে গ্রেফতার করে মুম্বই পুলিশ। অভিযোগ, তিনি নাকি পর্নোগ্রাফি ছবি তৈরি করেন এবং বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনে সেগুলি প্রকাশ করেন। রাজের গ্রেফতারের পরে অভিনেত্রী ও মডেল সাগরিকা শোনা সুমনের এক ভিডিয়ো সামনে এসেছে যেখানে তিনি কুন্দ্রার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। সাগরিকার দাবি যে তাঁকে ২০২০ সালের অগাস্ট মাসে এক ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।

তিনি বলেন, “আমি একজন মডেল এবং আমি ইন্ডাস্ট্রিতে ৩-৪ বছর ধরে কাজ করছি। আমি খুব বেশি কাজ করিনি। লকডাউনের সময় কিছু জিনিস ঘটেছিল যা আমি শেয়ার করতে চাই। ২০২০ সালের অগাস্টে আমি উমেশ কামাত জির কাছ থেকে ফোন পাই, উনি আমাকে রাজ কুন্দ্রার প্রযোজিত এক ওয়েব সিরিজের প্রস্তাব দেন। আমি তাঁকে রাজ কুন্দ্রা সম্পর্কে জিজ্ঞাসা করি এবং তিনি আমাকে বলেন তিনি শিল্পা শেট্টির স্বামী।”

সাগরিকার আরও বলেন, “তিনি আমাকে বলেছিলেন যে আমি যদি (ওয়েব সিরিজ) যোগ দিই তবে আমি একের পর এক পেতে থাকব এবং আমি অনেক উঁচুতে পৌঁছতে পারব। তাই আমি রাজি হই এবং তারপরে তিনি আমাকে অডিশন দেওয়ার জন্য বলেন। আমি তাঁকে বলেছিলাম এই কোভিড পরিস্থিতিতে আমি কীভাবে অডিশন দেব। তিনি বলেন আপনি ভিডিয়ো কলের মাধ্যমে অডিশন দিতে পারেন। যখন আমি ভিডিও কলে জয়েন করি, তখন তিনি বলেন যে আমাকে নগ্ন হয়ে অডিশন দিতে হবে I আমি অবাক হই এবং আমি অসম্মতি জানাই। ভিডিয়ো কলে তিনজন ছিলেন, একজনের মুখ ঢাকা ছিল, এবং আমার মনে হয় তাঁদের মধ্যে রাজ কুন্দ্রাও ছিলেন। আমি মনে করি যে যদি তিনি এই জাতীয় জিনিসের সঙ্গে জড়িত থাকেন তবে তাঁকে গ্রেপ্তার করা হোক এবং এই ধরণের র্যাকেট যেন এক্সপোজ় হয়।”

উল্লেখ করা জরুরি যে উমেশ কামাত অতীতে কুন্দ্রার সংস্থার হয়ে কাজ করেছিলেন। চলতি বছরে ৯ ফেব্রুয়ারি, পর্ন র‌্যাকেটে জড়িত থাকায় তাঁকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। তারা জানায় যে মোবাইল অ্যাপ্লিকেশনটিতে কুন্দ্রার অফিসের মেশিনারি ব্যবহার করে কমপক্ষে ৮ টি পর্ন ভিডিয়ো আপলোড করেছিলেন উমেশ। অভিনেত্রী গেহেনা বশিষ্ঠ গ্রেফতারের পর উমেশের নাম উঠে এসেছিল। আগামী ২৩ জুলাই পর্যন্ত রাজ কুন্দ্রাকে পুলিশি হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু রাজ নন, মঙ্গলবার সকালে নেরুল এলাকা থেকে গ্রেফতার করা হয় রায়ান থারপকে। তাঁকেও রাখা হবে হেফাজতে। সোমবার কুন্দ্রাকে গ্রেফতারের পরপর মুম্বইয়ের পুলিশ কমিশনার হেমন্ত নাগ্রাল এক বিবৃতিতে বলেন, “২০২১ সালে ফেব্রুয়ারিতে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চে রাজের বিরুদ্ধে পর্ন ফিল্ম তৈরি এবং কয়েকটি অ্যাপের মাধ্যমে প্রকাশের বিষয়ে এক মামলা দায়ের করা হয়েছিল। আমরা  ১৯-০৭-২০২১ তারিখে  এই মামলার মূল ষড়যন্ত্রকারী হিসাবে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছি।।” এরপরে তাঁকে মুম্বই পুলিশের অপরাধ শাখার অন্তর্ভুক্ত জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন ডুকরে কাঁদছে ডোকরা, পাশে পুজো কমিটি