দীপিকা পাড়ুকোনের কাছ থেকে এমন সারপ্রাইজ আশা করেননি অনন্যা পান্ডে। কিন্তু সেই সারপ্রাইজ পেয়ে অবাক হয়ে গেলেন অনন্যা। মুখ দিয়ে বেড়িয়ে এল একটাই কথা– ‘ওহ মাই গড’। ঠিক কী হয়েছে?
সম্প্রতি শকুন বাত্রার পরবর্তী ছবির শুটিং শেষ করেছেন দীপিকা পাড়ুকোন। ওই ছবিতে দীপিকার সঙ্গী হয়েছে অনন্যা পান্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদী। সেই ছবিরই বিহাইন্ড দ্য মোমেন্ট তাঁর ইনস্টা রিলে শেয়ার করেছেন দীপিকা। যে রিলে অংশ নিয়েছেন অনন্যাও। সেখানেই তাঁকে বলতে শোনা গিয়েছে ‘আমি চাই না ছবিটির শুট শেষ হয়ে যাক।” তিনি আরও যোগ করেন, সারাজীবন এই ছবির শুট করতে চান তিনি। সেই রিল শেয়ার করতেই উচ্ছ্বসিত অনন্যা।
দীপিকা পাড়ুকোন তাঁর পছন্দের অভিনেত্রী। সেই অভিনেত্রীর রিল ভিডিয়োতে জায়গা পাওয়াই অনন্যার কাছে ‘অ্যাচিভমেন্ট’। কমেন্ট বক্সে তাঁকে লিখতে দেখা যায়, ‘ওহ মাই গড, তোমার ইনস্টা রিলে আমি জায়গা করে নিয়েছি। #সম্মানিত #হতভম্ব #আশীর্বাদধন্য…”। এর আগেও ছবিটির বিহাইন্ড দ্য সিন শেয়ার করেছিলেন দীপিকা। ক্যাপশনে লিখেছিলেন, ‘সারাজীবনের ভালবাসা, বন্ধুত্ব আর স্মৃতি…’। অনন্যা লিখেছিলেন, ‘কাঁদিয়ে দিলে…’।
অন্যদিকে শুট শেষে ছবি শেয়ার করেছিলেন অনন্যাও। শুটিংয়ের শেষে হাতে ক্ল্যাপবোর্ড তুলে নেন অনন্যা। সেখানে বড়-বড় অক্ষরে লেখা ‘ইটস আ ব়্যাপ আপ’। ছবিটির নাম ঠিক হয়নি এখন। ডাক নামে ডাকা হচ্ছে – ‘প্রোডাকশন নম্বর ৭.০’। ক্ল্যাপবোর্ডেও সেই নামই লেখা। সেটির ছবি অনন্যা শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘সকলের কাছে আমি খুবই কৃতজ্ঞ। সবচেয়ে ভাল অভিজ্ঞতা হল আমার।’ করণ জোহরের ধর্মা প্রোডাকশনস তৈরি করছে ছবিটি। প্রযোজকরা হলেন হিরু যশ জোহর, করণ জোহর ও অপূর্ব মেহতা। ক্ল্যাপবোর্ডের ছবি পোস্ট করেছিলেন সিদ্ধান্তও। তিনি আবার ছবিটির নাম ঠিক না হওয়ায় খানিক মজার ছলেই নির্মাতাদের উদ্দেশ্যে লেখেন, ‘আব তো টাইটেল রাখ লো!’
অতীতে নেপোটিজম ঝড়ের মুখে পড়তে হয়েছে অনন্যাকে। তাঁকে ব্যঙ্গ করেছিলেন সিদ্ধান্ত। বলেছিলেন, তারকা সন্তানদের স্ট্রাগল তখনই শুরু হয়, যখন তাঁদের মতো নন-স্টার কিডরা চলে আসেন। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। একই সঙ্গে একই ছবিতে কাজ করলেন তাঁরা। শুটিংয়ে অনেকখানি সময়ও এক সঙ্গে কাটিয়েছেন তাঁরা। তৈরি হয়েছে নতুন বন্ধুত্ব। যে বন্ধুত্ব সারাজীবনের– এমনটাই দাবি করেছেন ওঁরা।
ছবিতে এক ফিটনেস ইনস্ট্রাকটরের চরিত্রে অভিনয় করছেন দীপিকা। অনন্যার দিদির ভূমিকায় দেখা যাবে তাঁকে। সিদ্ধান্তের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করবেন দীপিকা। প্রসঙ্গত, গত বছর এই ছবির শুটেই দীপিকা যখন আউটডোরে তখন মাদককাণ্ডে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে তাঁর ডাক পড়েছিল। স্বামী রণবীরের সঙ্গে শুটিং ছেড়ে তিনি উড়ে এসেছিলেন মুম্বই। কাজ মিটলে আবারও যোগ দিয়েছিলেন শুটে। অবশেষে শেষ হয়েছে ছবির শুটিং। এখন শুধুই মুক্তির অপেক্ষা…।