প্রয়াত হলেন বলিউড অভিনেতা চ্যাঙ্কি পাণ্ডের মা তথা অভিনেত্রী অনন্যা পাণ্ডের ঠাকুমা স্নেহলতা পাণ্ডে। শনিবার সকালেই মৃত্যু হয়েছে তাঁর। চ্যাঙ্কি মায়ের সঙ্গে এক বাড়িতে থাকতেন না। এ দিন খবর পাওয়ার পর চ্যাঙ্কি মায়ের বাড়ি যান। অন্যদিকে অনন্যা শুটিংয়ে বাড়ির বাইরে ছিলেন। তিনিও তা বাতিল করে ঠাকুমার শেষ যাত্রায় অংশ নিতে পৌঁছন। অন্যদিকে চ্যাঙ্কির স্ত্রী ভাবনা এবং ছোট মেয়ে রায়সাকেও স্নেহলতার বাড়িতে ঢুকতে দেখা যায়।
নীলম কোঠারি, সমীর সোনি, সোহেল খানের ছেলে নির্বাণ, বাবা সিদ্দিকি সহ বলিউডের বেশ কিছু সদস্য শোকের মুহূর্তে চ্যাঙ্কির পরিবারের পাশে এসে দাঁড়ান। অনন্যাকেও সঙ্গ দেন তাঁর বন্ধুরা। জানা গিয়েছে, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন স্নেহলতা।
২০১৯-এ ঠাকুমার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি চমৎকার ভিডিয়ো শেয়ার করেছিলেন অনন্যা। তখন স্নেহলতার বয়স ছিল ৮৩ বছর। অনন্যা, তাঁর বোন অহনা মজা করে ‘জওয়ান দাদি’ বলে তাঁকে সম্বোধন করেন। চলতি বছরের নারী দিবসেও ঠাকুমার জন্য শুভেচ্ছা বার্তা সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন অনন্যা। অন্যদিকে চ্যাঙ্কিও নাকি ‘মামাস্ বয়’। অন্তত সোশ্যাল ওয়ালে মায়ের সঙ্গে ছবি শেয়ার করে তেমনটাই জানান অভিনেতা।
কাজের ক্ষেত্রে অনন্যা পান্ডেকে শেষ দেখা গিয়েছিল ‘খালি পিলি’ ছবিতে। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। ছবিতে টাইগার শ্রফ এবং তারা সুতারিয়ার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেন। ছবিটি ২০১২ সালের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সিক্যুয়েল ছিল। তারপর তাঁকে দেখা গিয়েছিল ‘পতি পত্নি অউর উয়ো’ ছবিতে। কার্তিক আরিয়ান এবং ভূমি পেডনেকরের সঙ্গে অভিনয় করেছিলেন অনন্যা। অনন্যার পাইপলাইনে রয়েছে পুরী জগন্নাধ পরিচালিত একটি ছবি। যেখানে বিজয় দেভেরাকান্দার বিপরীতে তাঁকে দেখা যাবে। পাশাপাশি দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী-এর সঙ্গে শকুন বাত্রার রোমান্টিক ড্রামাতেও দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন, ‘সপ্তাহান্তের জন্য একটু নাটক’, কীসের ইঙ্গিত দিলেন তনুশ্রী?