বয়স ৬৪। কিন্তু যে ভাবে তিনি দৌড়লেন, তা দেখে তাঁকে প্রৌঢ় বলা ভুল হবে। বরং যে কোনও যুবককে চ্যালেঞ্জ করতে পারবেন। তিনি অর্থাৎ বলিউড অভিনেতা অনিল কাপুর। সোশ্যাল মিডিয়ায় কখনও ট্রেনিং সেশন, কখনও বা ফিটনেস রুটিনের ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন অভিনেতা। কিন্তু এ বার অনিলের এই দৌড় উৎসর্গ করলেন অন্য কাউকে।
ট্র্যাক ধরে দৌড়চ্ছেন অনিল। তাঁর এই ভিডিয়ো রেকর্ড করেছেন ফিটনেস এনথুসিয়াস মার্ক মেড। অনিল লিখেছেন, ‘আবার ট্র্যাকে ফিরলাম। এতদিন পরে ট্র্যাকে ফিরতে পেরে ভাল লাগছে। টোকিও অলিম্পিকে যে সব ক্রীড়াবিদরা অংশ নিয়েছেন, তাঁদের থেকে অনুপ্রাণিত হয়েছি।’
টোকিও অলিম্পিকে ভারত থেকে যে ক্রীড়াবিদরা অংশ নিয়েছেন, তাঁদের এই দৌড় উৎসর্গ করেছেন অনিল। তিনি যে অনেকের অনুপ্রেরণা, তা কমেন্টে লিখে জানিয়েছেন অনুরাগীরা। তাঁর ফিটনেস রুটিন, ডায়েট চার্ট শেয়ার করারও অনুরোধ এসেছে। সত্যিই অনিল যেন ম্যাজিক করে বয়স এক জায়গায় ধরে রেখেছেন, এমনটাই মনে করেন বলি মহলের বড় অংশ।
রাজ মেহেতার পরের ছবি ‘যুগ যুগ জিও’-র শুটিং চলাকালীন আক্রান্ত হন কোভিডে। আপাতত তিনি সম্পূর্ণ সুস্থ। এখন বলিউডের কচিকাচাদের তারুণ্যে কয়েক গোল দিয়ে দিতে পারেন ‘মিস্টার ইন্ডিয়া’। অনিল কাপুরকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্স থ্রিলার ‘একে ভার্সাস একে’-তে। গত বছর তিনি দিশা পাটানি ও আদিত্য রায় কাপুর অভিনীত ‘মলং’-এ অভিনয় করেছিলেন। অভিনেতা এখন ভীষণ ব্যস্ত । তাঁকে ধর্মা প্রোডাকশনের ‘যুগ যুগ জিও’তে, নীতু কাপুর, বরুণ ধাওয়ান ও কিয়ারা আডবাণীর সঙ্গে দেখা যাবে। রণবীর কাপুর, ববি দেওল এবং পরিণীতি চোপড়ার সঙ্গে সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’এও অভিনয় করছেন অনিল।
আরও পড়ুন, সঞ্চালনা আর নয়, কেন এই সিদ্ধান্ত নিলেন ‘ইন্ডিয়ান আইডল ১২’-এ সঞ্চালক আদিত্য?