সঞ্চালনা আর নয়, কেন এই সিদ্ধান্ত নিলেন ‘ইন্ডিয়ান আইডল ১২’-এ সঞ্চালক আদিত্য?
Aditya Narayan: আদিত্য জানিয়েছেন, ২০২২-এর পর আর টেলিভিশনে সঞ্চালক হিসেবে তিনি কাজ করবেন না। বরং আরও বড় কিছু করার ইঙ্গিত দিয়েছেন।
এই মুহূর্তে জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২’-এ সঞ্চালকের দায়িত্ব পালন করছেন আদিত্য নারায়ণ। ব্যক্তিগত সম্পর্কে তিনি গায়ক উদিত নারায়ণের ছেলে। ইন্ডিয়ান আইডল সংক্রান্ত চলতি বিতর্কে বারবার মুখ খুলেছেন আদিত্য। কখনও সমালোচিতও হয়েছেন। এ বার সঞ্চালনা ছেড়ে দেওয়ার কথা প্রকাশ্যে জানালেন তিনি।
আদিত্য জানিয়েছেন, ২০২২-এর পর আর টেলিভিশনে সঞ্চালক হিসেবে তিনি কাজ করবেন না। বরং আরও বড় কিছু করার ইঙ্গিত দিয়েছেন। ব্যক্তি জীবনে হয়তো সন্তানের বাবাও হয়ে যাবেন সে সময়। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করে মুম্বইতে নিজের বাড়ি, গাড়ি এবং স্বাচ্ছন্দের জীবন তৈরি করতে পেরেছেন, সেই ঋণও স্বীকার করেছেন আদিত্য।
সদ্য এক সাক্ষাৎকারে এ বিষয়ে আদিত্য বলেন, “ভারতীয় টেলিভিশনে সঞ্চালক হিসেবে আমার শেষ বছর ২০২২। তারপর আর সঞ্চালনার কাজ করব না। আরও বড় কিছু পরিকল্পনা করেছি। প্রাথমিক অঙ্গীকারগুলো সম্পূর্ণ করতেই হবে। একসঙ্গে অনেকগুলো কাজ করতে ভাল লাগে। কিন্তু পরিশ্রমও অনেক বেশি হয়। গত ১৫ বছরে টেলিভিশন ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে। কিন্তু এ বার এগিয়ে যাওয়ার সময়।”
সা রে গা মা পা চ্যালেঞ্জ ২০০৭ দিয়ে টেলিভিশনে সঞ্চালনার কেরিয়ার শুরু করেন আদিত্য। ইন্ডিয়ান আইডল-এর পর পর দুটো সিজন তিনি সঞ্চালনা করলেন। ১০ বছরের বন্ধুত্ব এবং প্রেমের পর গত ডিসেম্বরে শ্বেতা আগরওয়ালকে বিয়ে করেন আদিত্য। দাম্পত্য নিয়েও খুশি এই জুটি। তবে টেলিভিশনের সঞ্চালনা ছেড়ে দেওয়ার পর কী করবেন, সে বিষয়ে এখনই কিছু বলতে চাননি আদিত্য।
আরও পড়ুন, Raj Kundra Chat: পর্ন ছবি তৈরিতে কত টাকার লেনদেন? রাজের হোয়াটস্অ্যাপ কথোপকথন ফাঁস!