Animal: গায়ে নেই একটা সুতোও, ‘অ্যানিম্যাল’ ছবি থেকে ভাইরাল রণবীর-তৃপ্তির ‘ন্যুড সিন!
Animal: তিন ঘণ্টা ৩৫ মিনিটের একটি ছবি--- আর এই ছবি ঘিরেই এখন চারিদিক উত্তাল। কেউ বলছেন, 'জঘন্য'। আবার কারও মতে ২০২৩-এর সব থেকে ভাল ছবিটি বানিয়ে ফেলেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা। এ নিয়ে যখন হচ্ছে জোর আলোচনা ঠিক তখনই ওই ছবি অর্থাৎ 'অ্যানিম্যাল' থেকে ভাইরাল হয়ে গেল এক দৃশ্য।
তিন ঘণ্টা ৩৫ মিনিটের একটি ছবি— আর এই ছবি ঘিরেই এখন চারিদিক উত্তাল। কেউ বলছেন, ‘জঘন্য’। আবার কারও মতে ২০২৩-এর সব থেকে ভাল ছবিটি বানিয়ে ফেলেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা। এ নিয়ে যখন হচ্ছে জোর আলোচনা ঠিক তখনই ওই ছবি অর্থাৎ ‘অ্যানিম্যাল’ থেকে ভাইরাল হয়ে গেল এক দৃশ্য। দৃশ্যটি অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী তৃপ্তি দিমরি। গল্পে তৃপ্তি রণবীরের প্রেমিকা। ছবির জন্য দু’জনেই নগ্ন হয়েছেন। আর সেই দৃশ্যই এবার ভাইরাল। দেখা যাচ্ছে, রণবীর তৃপ্তির পেটে শুয়ে আছে। কারও গায়ে সুতো নেই। তৃপ্তির ঊর্ধ্বাঙ্গ তাঁর হাত দিয়ে ঢাকা। ছবিটি এক্স হ্যান্ডেলে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। শুধুই এই দৃশ্যই নয়, ভাইরাল হয়েছে আরও এক ন্যুড সিন। সেটি যদিও শুধুমাত্র রণবীর কাপুরের। সম্পূর্ণ উলঙ্গ হয়ে বাড়িতে ঢুকছেন তিনি। যা দেখে চমকে উঠছেন তাঁর অনস্ক্রিন স্ত্রী রশ্মিকা মন্দানা। আর এই সব দেখেই নেটিজেনদের এখন একটাই সাবধানবাণী, “ভুলেও বাবা-মা’র সঙ্গে বসে এই ছবি দেখবেন না।”
ছবিটিকে ‘এ’ অর্থাৎ অ্যাডাল্ট তকমা ইতিমধ্যেই দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। ছবিটির হল মুক্তির আগে অন্তত পক্ষে পাঁচটি জিনিস পরিবর্তন করার কথা বলেছিল সেন্সর বোর্ড। তার মধ্যে একটি হল– ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যের ব্যবহার কমাতে হবে। শুধু নগ্নদৃশ্যই নয়, ছবিতে রশ্মিকা ও রণবীরের যে পরিমাণ শয্যাদৃশ্য রয়েছে, ভারতীয় ছবির ক্ষেত্রে তা বিরল। তবে এই ছবি কিন্তু বক্সঅফিসে সুপারহিট। প্রথম দিনেই প্রায় ৬১ কোটি তুলে ফেলেছে ছবিটি।