দিলীপ কুমারের সঙ্গে প্রথম সাক্ষাতের পর দীর্ঘ সময় হাত ধুইনি: অনুপম খের
Dilip Kumar: অনুপম জানাচ্ছেন তখন তিনি ফিল্মি দুনিয়ায় প্রায় নতুন। এক সাংবাদিক বন্ধু তাঁকে নিয়ে যান এক রত্নখোচিত পেজ থ্রি'র পার্টিতে। আমন্ত্রিত ছিলেন না তিনি। অগত্যা ঢুকতে হয় পিছনের দরজা দিয়েই।

দিলীপ কুমার এবং অনুপম খের। প্রথম জন আইডল, দ্বিতীয় জন তাঁর ভক্ত। যদিও দ্বিতীয় জনের ভক্ত সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু প্রথম জনের ক্যারিশ্মার কাছে তা নেহাতই ফিকে। এই দুজনের প্রথম মুলাকাত ছিল বড়ই অদ্ভুত। গেট ক্র্যাশ করে এক পার্টিতে গিয়েছিলেন অনুপম। আমন্ত্রিত ছিলেন না একেবারেই। সেখানেই ‘দিলীপ সাব’-কে প্রথম সামনাসামনি দেখেছিলেন তিনি। শুধু দেখেই ক্ষান্ত হননি। ঘটেছিল অনেক কিছুই… কিংবদন্তী অভিনেতার মৃত্যুর পর স্মৃতিচারণায় অনুপম খের।
অনুপম জানাচ্ছেন তখন তিনি ফিল্মি দুনিয়ায় প্রায় নতুন। এক সাংবাদিক বন্ধু তাঁকে নিয়ে যান এক রত্নখোচিত পেজ থ্রি’র পার্টিতে। আমন্ত্রিত ছিলেন না তিনি। অগত্যা ঢুকতে হয় পিছনের দরজা দিয়েই। অনুপমের কথায়, “হঠাৎ করেই তাকিয়ে দেখি দিলীপ কুমার আসছেন। কী মনে হতেই হাতজোড় করে বলি, নমস্তে স্যর। এত আত্মবিশ্বাস নিয়ে গিয়েছিলাম উনি ভেবেছিলাম আমি বুঝি ওঁর কোনও পুরনো বন্ধু, যার মুখ এই মুহূর্তে মনে পড়ছে না ওঁর।” অনুপন যোগ করেন, “এর পরেই আমাএ হাত নিজের বগলের নিচে নিয়ে আমাকে বেশ নম্র স্বরে বললেন, ‘বেটে কোথায় থাকা হয় আজকাল, অনেক দিন বাদে দেখলাম তোমায়’…”
View this post on Instagram
অনুপম জানাচ্ছেন, দিলীপ কুমার বুঝতেই পারেননি অনুপমের সঙ্গে ওই প্রথম বার দেখা হচ্ছে তাঁর। তবে ওই মুহূর্ত সারাজীবন মনে রাখতে চান অনুপম। তাঁর কথায়, “আমার হাত দিলীপ কুমারের বগলে। উনি সবার সঙ্গে কথা বলছেন। আর পিছনে জোকারের মতো দাঁড়িয়ে আছি। আসলে দিলীপ কুমার হয়তো ভাবতেই পারেননি ওরকম একটা পার্টিতে কোনও গেটক্র্যাশার ঢুকে পড়তে পারে। ” ওই মুহূর্ত অনুপমের কাছে ছিল গর্বের। তিনি বলেন, “একটা দীর্ঘ সময় হাত ধুই নি।” বলা ভাল পারেননি। যে হাতে দিলীপ কুমারের ছোঁয়া, সে হাত কি ধোয়া যায়? এমনই ছিল তাঁর ক্যারিশ্মা, স্বীকার করে নিয়েছেন তাঁর পরবর্তী প্রজন্ম। পরবর্তীকালে অবশ্য দিলীপ কুমারের সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন অনুপম। কিন্তু সে দিনের সেই প্রথম দেখার অনুভূতি আজও ভোলেননি তিনি।
আরও পড়ুন- রথের মেলাতেই একবার ছেলেধরা ধরে নিয়ে যাচ্ছিল আমায়, তখন মাত্র দুই: অপরাজিতা আঢ্য
