Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রথের মেলাতেই একবার ছেলেধরা নিয়ে যাচ্ছিল আমায়, তখন মাত্র দুই: অপরাজিতা আঢ্য

Aparajita Auddy: ছোটবেলার সেই স্মৃতি আজও তাঁর মনে পড়ে। সেই ভয়ঙ্কর ঘটনার হদিশ পেল শুধুমাত্র টিভিনাইন বাংলা। অভিনেত্রী শেয়ার করলেন নিজেই...

রথের মেলাতেই একবার ছেলেধরা নিয়ে যাচ্ছিল আমায়, তখন মাত্র দুই: অপরাজিতা আঢ্য
অপরাজিতা আঢ্য
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2021 | 6:53 PM

রথের মেলা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একের পর এক দৃশ্যপট। চিরাচরিত পাঁপড় ভাজা, নাগরদোলা তো রয়েছেই। রয়েছে বাড়িতে লুকিয়ে তার সঙ্গে প্রথম দেখা করার নির্ভেজাল শিহরণের স্মৃতি। রয়েছে, বাবার কাছে দুটো আইসক্রিম খাওয়ার বায়নার পরিবর্তে চরম বকুনির অম্লমধুর নস্টালজিয়া। কিন্তু রথের মেলাতে গিয়ে ছেলেধরার খপ্পরে পড়েছেন কখনও? হ্যাঁ, এরকমটাই হয়েছিল অভিনেত্রী অপরাজিতা আঢ্যর সঙ্গে। অভিনেত্রীর বয়স তখন মাত্র দুই…

আজ আরও এক রথযাত্রা। কোভিড পরিস্থিতিতে বাড়িতেই ছোট করে আয়োজন তাঁর। কিন্তু এ সবের মধ্যেও ছোটবেলার সেই স্মৃতি আজও তাঁর মনে পড়ে। সেই ভয়ঙ্কর ঘটনার হদিশ পেল শুধুমাত্র টিভিনাইন বাংলা। অভিনেত্রী শেয়ার করলেন নিজেই…

তাঁর কথায়,

“তখন আমার বছর দুই। মা আর জেঠিমা রথের মেলায় নিয়ে গিয়েছে। পার্ক সার্কাস ময়দানে মেলা বসত। এখনও বসে। দাদা অর্থাৎ আমার  দাদা সেও ছিল সঙ্গে। ঠিক হয়েছিল মা মেয়েকে মানে আমাকে দেখবে আর দাদাকে দেখবে জেঠিমা। দাদাও তখন খুবই ছোট। আমি তখন সবে ওই টলমল পায়ে দাঁড়াতে শিখেছি কি শিখিনি। মা আমাকে কোল থেকে নামিয়ে মাটির পুতুল টুতুল দেখছিল। পাশেই একটা জায়গায় মা আমাকে বসিয়ে  রাখে।  হঠাৎ করেই আমার দাদা দেখে একটা লোক আমায় নিয়ে চলে যাচ্ছে। মা খেয়ালও করেনি। বড় মা (জেঠিমা)-ও না। দাদা  তক্ষুনি বড় মাকে ডেকে বলে, “দেখ বোনকে নিয়ে কে যেন চলে যাচ্ছে”।  তার পর এক মারাত্মক অবস্থা। সঙ্গে  সঙ্গে আমার জেঠিমা গিয়ে তাকে ধরে ফেলে বলে, ‘এই আমাদের মেয়ে নিয়ে কোথায় যাচ্ছ’। লোকটা কি আর সেখানে থাকে? আমায় প্রায় ছুঁড়ে ফেলে দিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায় সেখান থেকে…এ তো গেল একটা ঘটনা… ওই রথের মেলা থেকেই আমায় একটা রথ কিনে দিয়েছিল বাড়ির বড়রা। একেবারেই ছোট্ট একটা রথ। কিন্তু ওই রথকেই আমি আজও পুজো করি। সেই ছোট্টবেলা থেকে সেই রথ আমার সঙ্গে রয়েছে। বিয়ের পরেও তাকে এই বাড়িতে নিয়ে এসেছি আমি।”

সেই রথ

এ দিন সকালেও সেই রথকে ফুল দিয়ে নিজের হাতে সাজিয়েছেন অপা। না ছেলেধরার ভয় নেই আর। সবাই এখন তাঁকে চেনে। নাম-যশ বন্ধু হয়েছে তাঁর। কিন্তু সেলেব জীবনের চাকচিক্যের মাঝেও সেই ছোট্ট রথ অভিনেত্রীর আজও আপন। তা মনে করিয়ে দেয় ছোটবেলার কিছু ভয়ঙ্কর-সুখকর স্মৃতি।

আরও পড়ুন- দু’টি কিডনিই বিকল, বাড়িতে আগুন লেগে সব শেষ, হাসপাতালে ভর্তি টেলি অভিনেত্রী