দিন কয়েক আগে শিরোনামে ছিলেন অভিনেতা অমিতাভ বচ্চনের দেহরক্ষী। সৌজন্যে তাঁর বিশাল অঙ্কের পারিশ্রমিকের জল্পনা। তারকাদের দেহরক্ষী বা সহযোগীদের পারিশ্রমিক নিয়ে জল্পনা নতুন নয়। অমিতাভের পর এ বার বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার বডিগার্ডের পারিশ্রমিক নিয়েও জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
ভাল অভিনয়ের পর তারকাদের আকাশচুম্বী জনপ্রিয়তা তৈরি হয়। বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ মানুষ ঘিরে ধরেন তাঁদের। সেই পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তার প্রয়োজনে বডিগার্ডের প্রয়োজন হয়। বিরাট অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে বডিগার্ডদের বহাল করেন তারকারাই। কখনও কখনও সেই বডিগার্ডদের পারিশ্রমিক অন্যান্য যে কোনও পেশার থেকে অনেক বেশি ঈর্ষণীয়।
দীর্ঘ কয়েক বছর ধরে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর দায়িত্ব যিনি সামলাচ্ছেন তাঁর নাম সোনু। অনুষ্কার সঙ্গে অন্য রকমের বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছে তাঁর। সোনুর আসল নাম নাকি প্রকাশ সিং। অনুষ্কা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পর পরই প্রকাশকে নিরাপত্তারক্ষীর দায়িত্বে বহাল করেন। ঘনিষ্ঠ বৃত্তে প্রকাশকে সকলে সোনু নামেই চেনেন।
সূত্রের খবর, বছরে সোনুর পারিশ্রমিক নাকি এক কোটি টাকার কিছু বেশি। বহু কোম্পানীর উচ্চপদে কর্মরত ব্যক্তির থেকে এই টাকার অঙ্ক যে পরিমাণে বেশি তা একবাক্যে স্বীকার করে নেবেন সকলেই। যদিও এই পারিশ্রমিকের সত্যতা নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি কেউ। শোনা যায়, সোনু অনুষ্কার শুধুমাত্র একজন কর্মচারী নন। এতদিনের সম্পর্কের পর অনুষ্কা তাঁর সঙ্গে পরিবারের সদস্যের মতোই ব্যবহার করেন। শাহরুখ খানের সঙ্গে জিরো ছবির শুটিংয়ের সময় সোনুর জন্মদিন ছিল। সে সময় ছবির সেটে কেক কেটে বড় করে সেলিব্রেট করেছিলেন অনুষ্কা। শুধু অনুষ্কা নন। কোনও কোনও ক্ষেত্রে পাবলিক অ্যাপিয়ারেন্সে অনুষ্কার স্বামী বিরাট কোহলির নিরাপত্তার দায়িত্বও সামলান সোনু। বিরাটের নিজস্ব নিরাপত্তারক্ষী রয়েছেন। সে কারণে সোনুর উপর বিরাটের সম্পূর্ণ দায়িত্ব থাকে না। প্রয়োজনে তিনি সাহায্য করেন।
অনুষ্কা সন্তানসম্ভবা থাকাকালীন সোনু দায়িত্ব নিয়ে নাকি আগলে রেখেছিলেন নায়িকাকে। অনুষ্কার ছবি কোনও ভাবে যাতে প্রকাশ না পায়, কোনও অনুষ্ঠানে তাঁকে ঘিরে যাতে ভিড় না হয়, সে দায়িত্ব সুচারু ভাবে পালন করেছিলেন সোনু। এখন মেয়েকে নিয়ে অনুষ্কা বাড়ির বাইরে বেরলেও তাঁর সর্বক্ষণের সঙ্গী এই সোনুই।
নিরাপত্তারক্ষীদের এত বড় অঙ্কের পারিশ্রমিক নিয়ে আলোচনা এই প্রথম নয়। এ প্রসঙ্গে প্রকাশ্যে কোনও তারকাই মুখ খোলেননি বটে। তবে ঘনিষ্ঠ মহলে একাধিক আলোচনায় উঠে এসেছে, যে ভাবে যতটা পেশাদারিত্ব নিয়ে বছরভর তারকাদের আগলে রাখেন নিরাপত্তারক্ষীরা, তাতে এই পারিশ্রমিক তাঁদের প্রাপ্য। তাঁদেরও নিজস্ব জীবন রয়েছে। কিন্তু তারকাদের রুটিনের সঙ্গেই তাঁদের মানিয়ে নিতে হয়। তাই কোনওভাবেই এই অর্থের পরিমাণ নিয়ে কোনও নেতিবাচক আলোচনায় রাজি নন অভিনেতা-অভিনেত্রীরা। বরং এ বিষয়ে তাঁদের নিয়োজিত কর্মীদের পাশেই থেকেছেন সব সময়।
আরও পড়ুন, শমিতার ‘হটনেস’ নিয়ে রাকেশকে প্রশ্ন করণের! লজ্জা পেয়ে কী বললেন শমিতা?