শমিতার ‘হটনেস’ নিয়ে রাকেশকে প্রশ্ন করণের! লজ্জা পেয়ে কী বললেন শমিতা?

Bigg Boss OTT: শমিতার উপর যে তাঁর ক্রাশ ছিল, এ কথা সকলের সামনে স্বীকারও করে নেন রাকেশ।

শমিতার ‘হটনেস’ নিয়ে রাকেশকে প্রশ্ন করণের! লজ্জা পেয়ে কী বললেন শমিতা?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2021 | 9:57 PM

বিগ বসের ঘরে জমে উঠেছে প্রেম। রাকেশ বাপটা এবং শমিতা শেট্টির সম্পর্ক যে প্রেমের দিকে বাঁক নিয়েছে, তা চোখ এড়িয়ে যায়নি সঞ্চালক করণ জোহরের। তাই এ বার রাকেশকে সরাসরি শমিতার ‘হটনেস’ নিয়ে প্রশ্ন করলেন করণ!

করণের প্রশ্নের উত্তরে হেসে রাকেশ বলেন, ‘আমার মনে হয় শমিতা খুব সুন্দর, হট, কেয়ারিং এবং অসাধারণ একজন মানুষ। কমপ্লিট প্যাকেজ।’ যদিও শমিতার কাছে গোটা ব্যাপারটাই নাকি ‘এমব্যারাসিং’। সে কথা করণকে স্পষ্ট বলেনও তিনি! শমিতার উপর যে তাঁর ক্রাশ ছিল, এ কথা সকলের সামনে স্বীকারও করে নেন রাকেশ।

সদ্য প্রকাশিত একটি প্রোমোতে দেখা গিয়েছিল, শমিতা খাবার খাচ্ছেন। রাকেশ মাইক্রোওয়েভে খাবার গরম করছেন। শমিতাকে তাঁকে নির্দেশ দেন, বেশি গরম যাতে না হয়ে যায়, সে দিকে খেয়াল রাখতে। রাকেশ জানতে চান, আর কিছু করতে হবে? সামান্য দু-এক কথার পর শমিতা বলেন, এখনই আমাকে এসে চুমু দিয়ে যাও। রাকেশ সেই নির্দেশ পালন করেন। সেই প্রসঙ্গ করণ সকলের সামনে তুলে আনলে শমিতা লজ্জা পেয়ে বলেন, “আমার মনে হচ্ছে এখনই মেঝেতে একটা গর্ত তৈরি করে লুকিয়ে পরি।”

বিগ বস-এর ঘরে এসে শমিতা বলেছিলেন, আমার পরিবারের এক কঠিন সময়ে আমি এই শোয়ে এসেছি। যত দিন এগোচ্ছে, বিগ বসের বাড়ি যেন রণক্ষেত্রের চেহারা নিচ্ছে। লাইমলাইটে থাকছেন শমিতা। বলেছিলেন, “সময় ভাল হোক বা খারাপ, যদি নিঃশ্বাস নেওয়া আমরা বন্ধ না করি তাহলে কাজ কেন ছাড়ব?” তিনি আরও বলেছিলেন, “বিগবসের অফার আমি অনেকদিন আগেই পেয়েছিলাম। আমি ওদের বলেওছিলাম রিয়ালিটি শো’য়ে অংশ হতে চাই। কিন্তু তারপর কত কিছুই না হয়ে গেল। ভেবেছিলাম বিগ বসের ঘরে আর আমি প্রবেশ করব না। কিন্তু একবার যখন বলে দিয়েছি, তখন সেখান থেকে মুখ ফেরানো উচিত নয়।”

তবে মুম্বইয়ের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, শমিতা ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, বিগ বস ওটিটির কোনও অফারই শমিতার কাছে ছিল না। শো অন এয়ার হওয়ার চার দিন আগে তাঁর কাছে নাকি প্রস্তাব পৌঁছয়। শো’য়ে প্রবেশের ঠিক এক দিন আগে হ্যাঁ বলেন শমিতা। সেই সূত্রের দাবি, প্রযোজক ও চ্যানেল ভেবেছিলেন শো’র টিআরপি বাড়াতে শমিতাকেই তুরুপের তাস মনে করেছেন তাঁরা। বিগবস এমন এক শো যেখানে প্রকাশ্যে চলে আসে ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি। প্রকাশ পেয়ে যায় নানা না বলা কথা। শমিতার জীবন জুড়ে চলা বিতর্ক বর্তমান সময়ে শো’র টিআরপি বাড়ানোর সহায়ক হবেই বলে মনে করেছেন। কী বলা যায় একে? পাব্লিসিটি স্টান্ট? যদিও সূত্রের এই বক্তব্যের সঙ্গে শমিতার বক্তব্যের কোনও মিল নেই।

রাকেশ-শমিতার মতো আরও অনেক কানেকশন তৈরি হয়েছে বিগ বসের বাড়িতে। মুসকান জাট্টানা-নিশান্ত ভাট, দিব্যা আগরওয়াল-জিশান খানের কানেকশন নিয়ে ইতিমধ্যেই কথা শুরু হয়েছে। অন্যদিকে কিছু কানেকশন ভেঙেও যাচ্ছে। অক্ষরা সিংয়ের সঙ্গে কানেকশন ভেঙে দিয়েছেন প্রতীক সেজাপাল। নতুন কানেকশন তৈরি করেছেন নেহা ভাসিনের সঙ্গে। এদিকে নেহাকে ডিচ করেছে মিলিন্দ গাবা। তাঁর সঙ্গে কানেকশন তৈরি করেছেন অক্ষরা।

আরও পড়ুন, অনুষ্কার আচরণে অবাক সামান্থা বাধ্য হয়ে প্রকাশ্যে কথা বললেন!