অনুষ্কার আচরণে অবাক সামান্থা বাধ্য হয়ে প্রকাশ্যে কথা বললেন!

Samantha Akkineni: অনুষ্কার মতো বলিউডের প্রথম সারির অভিনেত্রীর এই আচরণ আশা করেননি সামান্থা। অবাক হয়েছিলেন। ভালও লেগেছিল তাঁর।

অনুষ্কার আচরণে অবাক সামান্থা বাধ্য হয়ে প্রকাশ্যে কথা বললেন!
সামান্থা এবং অনুষ্কা।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2021 | 9:34 PM

তাঁর অভিনয়ের কেরিয়ার খুব কম দিনের নয়। কিন্তু ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ তাঁকে জাতীয় পরিচিতি দিয়েছে। তিনি অর্থাৎ অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। একবার অনুষ্কার শর্মার আচরণে নাকি বেজায় অবাক হয়েছিলেন সামান্থা। সদ্য শেয়ার করেছেন সেই অভিজ্ঞতা। সামান্থা জানিয়েছেন, একবার নাকি তাঁর ইনস্টাগ্রাম স্টোরি দেখে রিঅ্যাক্ট করেছিলেন অনুষ্কা। অনুষ্কার মতো বলিউডের প্রথম সারির অভিনেত্রীর এই আচরণ আশা করেননি সামান্থা। অবাক হয়েছিলেন। ভালও লেগেছিল তাঁর।

অনুষ্কাকে যে রীতিমতো সামান্থা পছন্দ করেন, তা বোঝা যায় তাঁর কথা থেকেই। সামান্থা বলেন, “অনুষ্কা শর্মার পোস্টগুলো অত্যন্ত মূল্যবান বলে মনে হয় আমার। উনি যা যা পোস্ট করেন, তা দেখে ভিতর থেকে আনন্দ পাই। আমি অনুষ্কা শর্মার সোশ্যাল মিডিয়া, পেজ পছন্দ করি।” দিন কয়েক আগেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন সামান্থা। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজনে তাঁর অভিনীত ‘রাজি’ চরিত্র নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল তাতে যদি কারও ভাবাবেগে আঘাত লেগে থাকে সে জন্য প্রকাশ্যেই ক্ষমা প্রার্থনা তাঁর।

এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, “প্রত্যেকের নিজস্ব মতামত আছে। আমি কারও আবেগে আঘাত দিয়ে থাকলে সত্যিই অনুতপ্ত। আমি এরকম ভাবে আঘাত করতে চাইনি। যদি করে থাকি তাহলে দুঃখিত।” তবে সিরিজ মুক্তি পাওয়ার পর বিতর্ক যে অনেকটাই কমে এসেছিল সে কথা উল্লেখ করে সামান্থা বলেন, “অনেকেই মুক্তির পরে দেখেছেন যতটা ভেবেছিলেন ততটা খারাপ নয়। কিন্তু যারা এখনও একই মত পোষণ করেন, তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।”

ফ্যামিলি ম্যান ২-এর ট্রেলার মুক্তির পরেই দেশের বিভিন্ন অংশ জুড়ে শুরু হয়েছিল বিতর্ক। যেন বিনা মেঘে বজ্রপাত। তামিলার কতচি (NTK) সংগঠনের প্রতিষ্ঠাতা সিমান এই ওয়েব সিরিজ ব্যান করার দাবি জানিয়েছিলেন। তাঁর মত ছিল, এই ওয়েব সিরিজে তামিলনাড়ুর ভাবাবেগে আঘাত করা হয়েছে। সিমান আরও দাবি করেন, এই ওয়েব সিরিজে লিবারেশন ফর তামিল এলামকে (LTTE) যেভাবে জঙ্গি সংগঠন হিসেবে বর্ণনা করা হয়েছে তা অন্যায়। বিবৃতি দিয়ে সিমান জানিয়েছিলেন ওয়েব সিরিজের ট্রেলার অত্যন্ত ‘শকিং।’

সিরিজে সামান্থার চরিত্রই ছিল বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এক শ্রীলঙ্কার আতঙ্কবাদীর চরিত্রে দেখানো হয়েছিল তাঁকে। সিমানের মতে, ফ্যামিলি ম্যান টু ওয়েব সিরিজে এলটিটিই সংগঠনকে ইচ্ছে করে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করা হয়েছে। পাশাপাশি তামিলবাসীকে ক্ষতিকারক হিসেবে দেখানো হয়েছে। তামিলনাড়ুও এই ওয়েব সিরিজের জন্য ইচ্ছে করেই বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিমান। ওয়েব সিরিজের গল্প তুলে ধরেও ফাঁক ফোকর খুঁজে বের করে দুষেছিল এনটিকে। ওয়েব সিরিজে এলটিটিইর সঙ্গে পাকিস্তানের আইএসআই সঙ্গে যোগসূত্র দেখানো হয়েছে বলেও জানিয়েছিলেন সিমান।

আরও পড়ুন, ‘প্রতারণার অর্থ কি শুধু যৌন প্রতারণা? আমার কাছে স্পষ্ট নয়’, বিস্ফোরক নীনা