AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashoknagar: বাড়ির মূল দরজায় সাঁটানো কাগজে লেখা কয়েকটি শব্দবন্ধ, পাড়ায় পড়ল ঢি

Ashoknagar Poster: জানা গিয়েছে, ওই যুবকের নাম শুভম রায়। শুভমের বক্তব্য, এই বছরই পুজোর দশমীর দিন তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল।  তিনি থানায় বিষয়টি জানিয়েছিলেন, পুলিশও বিষয়টি নিয়ে খোঁজখবর করে। তারপর এই মামলা এগোয়নি। 

Ashoknagar: বাড়ির মূল দরজায় সাঁটানো কাগজে লেখা কয়েকটি শব্দবন্ধ, পাড়ায় পড়ল ঢি
অশোকনগরে বাড়ির গেটে পোস্টারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 22, 2025 | 1:25 PM
Share

উত্তর ২৪ পরগনা:  বাড়ির বাইরে সাদা কাগজে লেখা একটি বাক্য। সেলোটেপ দিয়ে সেই কাগজ বাড়ির দরজার সামনে সাঁটানো। ঢুকতে গিয়ে নজরে পড়বে। আর তাতে যা লেখা, তাতে ঢি পড়ল গোটা গ্রামে। কাগজে লেখা, “এই বাড়িতে তৃণমূল নেতা সমর্থকদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কারণ তৃণমূল মানেই ধান্দাবাজ, চোর।” বাড়ির সামনে এহেন পোস্টার লাগালেন এক যুবক। জানা যাচ্ছে, ওই যুবক এলাকায় বিজেপি সমর্থক বলেই পরিচিত। ঘটনাটি ঘটেছে অশোকনগর কল্যাণগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডের রকেট মোড় এলাকায়।

জানা গিয়েছে, ওই যুবকের নাম শুভম রায়। শুভমের বক্তব্য, এই বছরই পুজোর দশমীর দিন তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল।  তিনি থানায় বিষয়টি জানিয়েছিলেন, পুলিশও বিষয়টি নিয়ে খোঁজখবর করে। তারপর এই মামলা এগোয়নি।  তাঁর বক্তব্য, “এরপরই আমি বাধ্য হয়েছি এই সিদ্ধান্ত নিতে। আমার বাড়ির টাকা আটকে রেখেছে পৌরসভা থেকে। আমার মা তিনবার পৌরসভায় গিয়েছিলেন কিন্তু বলা হচ্ছে আমি নাকি তাকে গালাগাল দিয়েছিলাম। আমি বিজেপির সঙ্গে যুক্ত হিন্দু সংগঠন করছি।”

ঘরের টাকা আটকানোর পর তিনি পৌরসভার সঙ্গে যোগাযোগ করেছিলেন। শুভমের দাবি, “পৌরসভার থেকে আমার মাকে বলা হয়, আমি নাকি গিয়ে গালিগালাজ করেছি। পরে জানতে পারি, বিজেপি করি বলেই টাকা আটকানো হয়েছে।”

তবে বাড়ির সামনে এই ধরনের পোস্টে স্বাভাবিকভাবেই পাড়ার মধ্যে শোরগোল পড়েছে।  তৃণমূল নেতা প্রদীপ সিংয়ের বক্তব্য, “এই ছেলেটি পাড়ার কারোর সঙ্গে কোন সম্পর্ক রাখে না। রাতে নেশা করে বাড়িতে আসে। মাথার ভেতরে কেউ এই কথা ঢুকিয়ে দিয়েছে, এর আগেও বিভিন্ন কারণে থানায় অভিযোগ আছে। প্রশাসন প্রশাসনের মতো করেই আইনগত ব্যবস্থা নেবে,আমরা কেউ আইন নিজের হাতে তুলে নেয়নি।”