AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: শুধু কি দল! একগুচ্ছ আসনে প্রার্থী ঘোষণা করে দিলেন হুমায়ুন, তালিকায় তৃণমূলের নেতা-নেত্রীর নাম

Murshidabad: জল্পনা শেষ করে এবার দল ঘোষণা করে দিলেন হুমায়ুন কবীর। ভরতপুরের বিধায়ক, আজ সোমবার নির্ধারিত দিনেই দল ঘোষণা করলেন। সেই সঙ্গে একাধিক প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছেন তিনি। আসন্ন বিধানসভা কেন্দ্র থেকে নিজে দুই আসনে লড়বেন হুমায়ুন কবীর।

Humayun Kabir: শুধু কি দল! একগুচ্ছ আসনে প্রার্থী ঘোষণা করে দিলেন হুমায়ুন, তালিকায় তৃণমূলের নেতা-নেত্রীর নাম
হুমায়ুনের বালিগঞ্জের প্রার্থীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 22, 2025 | 1:15 PM
Share

মুর্শিদাবাদ: প্রথমে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, পরে নতুন দল তৈরির ঘোষণা। বছরভর একের পর এক চমক দিয়েছেন হুমায়ুন কবীর। আজ, সোমবার সেই নতুন দল ঘোষণার মঞ্চেও চমক দিলেন ভরতপুরের বিধায়ক। এদিন মঞ্চ থেকে ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন দল ঘোষণা করেছেন হুমায়ুন। মঞ্চে উড়ছে সেই দলের নাম লেখা পতাকা। সভায় ভিড় চোখে পড়ার মতো। সেই সঙ্গে হুমায়ুনের মঞ্চে দেখা যাচ্ছে তৃণমূলের বিক্ষুব্ধ নেতা-নেত্রীদের।

হুমায়ুন আগেই জানিয়েছিলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থী দেবেন তিনি। সেই মতো একে একে নাম ঘোষণা করলেন।

Humayun Kabir announced new party and announced candidates or assembly election

হুমায়ুনের নতুন দল ঘোষণা

ভরতপুর ও রেজিনগর- দুই কেন্দ্র থেকে নিজে লড়বেন হুমায়ুন।

খড়্গপুর গ্ৰামীণ কেন্দ্রে ‘জনতা উন্নয়ন পার্টি’র প্রার্থী হবেন ইব্রা হাজি।

মালদহের বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তারা বিবি।

মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মনীষা পাণ্ডে।

ভগবানগোলায় লড়বেন আর এক হুমায়ুন কবীর। তিনি পেশায় ব্যবসায়ী।

রানিনগর থেকে যিনি লড়বেন, তাঁর নামও হুমায়ুন কবীর।

দক্ষিণ দিনাজপুরের ধনিরাম বিধানসভার প্রার্থীর নাম ডঃ ওয়েদুল রহমান।

বালিগঞ্জের প্রার্থীর নাম নিশা চট্টোপাধ্যায়।

ইছাপুরের প্রার্থীর নাম সিরাজুল মন্ডল।

অর্থাৎ শুধু মালদহ-মুর্শিদাবাদে সীমাবদ্ধ থাকছেন না হুমায়ুন। বালিগঞ্জ, ইছাপুরের মতো কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। শীঘ্রই ইস্তেহার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Large Image Humayun (5)

প্রার্থীদের মধ্যে মনীষা পাণ্ডে ছিলেন তৃণমূলের নেত্রী। এছাড়া রানিনগরের প্রার্থী ডাঃ হুমায়ুন কবীর ২০১৬ সালে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কংগ্রেসের কাছে হেরে যান। সিরাজুল মন্ডলের দাবি, তিনি ২১ জুলাইয়ের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন। এদিনের মঞ্চে নতুন দলের নাম লেখা পতাকার পাশাপাশি নাম লেখা টি শার্টও দেখা গিয়েছে।