Anushka Sharma: যে ইডেনে বিরাটের ম্যাচ, সেই মাঠেই ‘চাকদহ এক্সপ্রেস’-এর শুটিং করেন অনুষ্কা; কতখানি স্মৃতিমেদুর তিনি?
Virat Kohli: ৩৫ বছর বয়সে পা দিয়েছেন বিরাট কোহলি। তাঁর ক্রিকেট জীবনের সঙ্গে তুলনা টানা হয় ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকারের ক্রিকেট কেরিয়ারের। এই বিরাট ২০১৭ সালে ইতালিতে বিয়ে করেন অনুষ্কাকে। বিরাটের সঙ্গে তাঁর বহু ক্রিকেট ট্যুরের সঙ্গী থেকেছেন অনুষ্কা। গ্যালারিতে একাধিকবার দেখা মিলেছে তাঁর। কিছুদিন আগে আহমেদাবাদেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গ্যালারি থেকে দেখা গিয়েছিল অনুষ্কাকে। কিন্তু ইডেন যে অন্য আবেগ অভিনেত্রীর কাছে। কেননা, ভারতের জার্সি পরে তিনি নিজেই খেলেছেন সেখানে।

কলকাতার কাছে আজ (০৫ নভেম্বর, ২০২৩) একটি উৎসবের দিন। কলকাতায় আজ নিরাপত্তাও আঁটোসাঁটো। কেননা মধ্য কলকাতার ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন্সে আজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ। ভারতের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। কলকাতার দুটি পাঁচতারা হোটেলে টিম ইন্ডিয়া এবং টিম দক্ষিণ আফ্রিকা চলে আসে শুক্রবারই। তার উপর আরও বড় ব্যাপার–আজ ৩৫ বছর বয়সে পা দিয়েছেন বিরাট কোহলি। অনুমান করাই যায়, ভারত জিতলে, বিরাটের কাছে তো বটেই, গোটা দেশের কাছে উদযাপন হবে দ্বিগুণ। কলকাতা সাক্ষী থাকবে সেই আনন্দের। যে ইডেন গার্ডেন্সে টিম ইন্ডিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে, সেই ইডেন গার্ডেন্সেই ‘চাকদহ এক্সপ্রেস’ ছবির শুটিং করেছেন বিরাট কোহলির স্ত্রী অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা শর্মা। ভারতের মহিলা ক্রিকেট অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করেছিলেন অনুষ্কা। ছবি মুক্তি পায়নি এখনও। তবে ওই একই মাঠে অনুষ্কার স্বামী বিরাট খেলবেন আবারও। স্বামীর জন্মদিন তো বটেই, অনুষ্কার কাছে এ যেন এক স্মৃতিমেদুর র্ঘটনা।
৩৫ বছর বয়সে পা দিয়েছেন বিরাট কোহলি। তাঁর ক্রিকেট জীবনের সঙ্গে তুলনা টানা হয় ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকারের ক্রিকেট কেরিয়ারের। এই বিরাট ২০১৭ সালে ইতালিতে বিয়ে করেন অনুষ্কাকে। বিরাটের সঙ্গে তাঁর বহু ক্রিকেট ট্যুরের সঙ্গী থেকেছেন অনুষ্কা। গ্যালারিতে একাধিকবার দেখা মিলেছে তাঁর। কিছুদিন আগে আহমেদাবাদেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গ্যালারি থেকে দেখা গিয়েছিল অনুষ্কাকে। কিন্তু ইডেন যে অন্য আবেগ অভিনেত্রীর কাছে। কেননা, ভারতের জার্সি পরে তিনি নিজেই খেলেছেন সেখানে।
স্বামীর জন্মদিনে বিরাট অনুষ্কা লিখেছেন, “জীবনের প্রত্যেক ভূমিকায় ও সক্কলের চেয়ে আলাদা। টুপিতে আরও পালক লাগুক। এই জীবনের বাইরেও যদি কোনও জীবন থাকে, সেখানেও তোমাকে আমি ভালবাসি।” বিরাটের পুরনো এবং মজার কিছু ছবি শেয়ার করেছেন অনুষ্কা।
View this post on Instagram
অনুষ্কা শর্মা নাকি দ্বিতীয়বার মা হচ্ছেন। একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগে থেকেই সেই জল্পনা ছিল তুঙ্গে। বিশ্বকাপের অনুশীলনের মাঝেই বিশেষ বিমানে চেপে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন বিরাট। কারণ জানিয়েছিলেন ব্যক্তিগত। অনেকেরই অনুমান ছিল, অনুষ্কা অন্তঃসত্ত্বা বলেই হয়তো কোনও মেডিক্যাল এমারজেন্সি হয়েছিল। এ বছর করওয়া চৌথে স্বামীর জন্য উপোস করতে পারেননি অনুষ্কা। এর অন্যতম কারণ তিনি হয়তো অন্তঃসত্ত্বা। তাই বিরাটই তাঁর জন্য উপোস করেছিলেন। তাঁকে পঞ্চব্যঞ্জন রেঁধে খাইয়েওছিলেন। তবে নিজের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে কোনও কথাই বলেননি অনুস্কা এবং বিরাট। যদিও মুম্বইয়ের একটি ক্লিনিকের বাইরে বারবারই দেখা গিয়েছে তাঁদের। একদিনের ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে অনুষ্কার ঢিলেঢালা পোশাক দেখে সেই অনুমান আরও জোরালো হয়েছে।





