‘সঙ্গীকে সম্মান করতে হবে’, মালাইকার সঙ্গে বয়সের ফারাকের প্রশ্নে সোজাসাপ্টা অর্জুন

শোনা যায়, অর্জুনের প্রেমে পরার পরই আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য থেকে বেরিয়ে আসেন মালাইকা।

‘সঙ্গীকে সম্মান করতে হবে’, মালাইকার সঙ্গে বয়সের ফারাকের প্রশ্নে সোজাসাপ্টা অর্জুন
মালাইকা এবং অর্জুন।
Follow Us:
| Updated on: May 22, 2021 | 8:34 PM

অর্জুন কাপুর (Arjun Kapoor) এবং মালাইকা আরোরা (Malaika Arora)। তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে আর লুকোচুরির কিছু নেই। কিন্তু তাঁদের বয়সের পার্থক্য নিয়ে এখনও গসিপ হয় বিভিন্ন মহলে। দর্শক তো বটেই, ঘনিষ্ঠ বৃত্তেও কখনও এমন আলোচনা হয় না, এ কথা বোধহয় কেউই হলফ করে বলতে পারবেন না। তবে যাবতীয় সমালোচনাকে উড়িয়ে দিয়ে ভাল আছেন দু’জনে। যে কোনও সম্পর্কে সম্মান খুব গুরুত্বপূর্ণ, তা আরও একবার মনে করিয়ে দিলেন অর্জুন।

অর্জুনের কথায়, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনও প্রকাশ্যে খুব একটা কথা বলি না। কারণ আমার মনে হয়, সঙ্গীকে সম্মান করা উচিত। এখানে একটা অতীত রয়েছে। আমি এমন দেখেছি, ব্যক্তি জীবন জনসমক্ষে আসার পর তা আর খুব একটা ভাল থাকেনি। শিশুদের উপরও প্রভাব পড়ে। সেজন্য একটা বাউন্ডারি রাখার চেষ্টা করি আমি। মালাইকা যেটাতে স্বচ্ছন্দ, সেটা করার চেষ্টা করি। আর আমার কেরিয়ার তো ব্যক্তি সম্পর্কের উপর নির্ভরশীল নয়। ফলে সময় দিচ্ছি আমরা। স্পেস দিচ্ছি। আর সম্মানের সঙ্গে একটা বাউন্ডারি তৈরি করে রাখার চেষ্টা করি।”

শোনা যায়, অর্জুনের প্রেমে পরার পরই আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য থেকে বেরিয়ে আসেন মালাইকা। তাঁদের টিনএজার ছেলেও রয়েছে। এই সম্পর্ক নিয়ে ঘনিষ্ঠ বৃত্তের বাইরে একেবারেই আলোচনা করতে চান না অর্জুন এবং মালাইকা। তাঁদের বিয়ের পরিকল্পনা নিয়ে আগেই প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তখন অর্জুন স্পষ্ট জানিয়েছিলেন, বিয়ে করলে লুকিয়ে রাখবেন না তিনি।

আরও পড়ুন, ‘নেকুপুষুমুনু আমার’, তৃণমূলে ফেরার আবদনে সোনালিকে কটাক্ষ শ্রীলেখার