কঙ্গনার সঙ্গে অভিনয়! একেবারে নতুন লুকে নিজেকে বদলে ফেললেন অর্জুন রামপাল

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jun 18, 2021 | 5:15 PM

প্রাথমিকভাবে ২০২০ সালের দিওয়ালিতে ঠিক ছিল কঙ্গনা-অর্জুন অভিনীত ‘ধক্কড়’- মুক্তি পাবে। তবে করোনার কারণে তা পিছিয়ে যায়। আশা করা হচ্ছে, আগামী ১ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ‘ধক্কড়’।

কঙ্গনার সঙ্গে অভিনয়! একেবারে নতুন লুকে নিজেকে বদলে ফেললেন অর্জুন রামপাল
অর্জুন

Follow Us

নিজের চুলের রং বদলে সবাইকে বেশ অবাক করে দিয়েছেন অর্জুন রামপাল। কঙ্গনা রাণাওয়াত অভিনীত ‘ধক্কড়’-এ অভিনয় করছেন অভিনেতা। এবং সে কারণে নিজের লুকের একেবারে ভোল বদলে ফেললেন অর্জুন। যে রং তিনি করেছেন তার ইংরেজি নাম ব্রাইট প্ল্যাটিনাম। একেবারে ব্লন্ড লুকের বেশ কয়েকটি ছবিও পোস্ট করছেন অর্জুন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। শুক্রবার সকালে অর্জুন তাঁর নতুন লুকের একাধিক ছবি শেয়ার করেছেন এবং তাঁর নতুন লুকের জন্য ক্রেডিট দিয়েছেন সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিমকে। ছবিগুলি শেয়ার করে অর্জুন লিখেছেন, “একটি ফিল্মের একটি চ্যালেঞ্জিং অংশ, আমাকে খানিক ধাক্কা দেওয়া দরকার ছিল। ধন্যবাদ ভাই এটিকে বাস্তবায়িত করার জন্য।“

 

 

ছবিতে কঙ্গনা একজন সৈনিকের ভূমিকায় রয়েছেন। অর্জুনকে ‘রুদ্রবীর’ নামে এক খলনায়ক। কঙ্গনার প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বয়স আটচল্লিশের অভিনেতা ছবির প্রথম শুটিং শিডিউলটি শেষ করে ফেলেন। তারপর, নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলে চরিত্রটির জন্য নতুন চেহারা নিয়ে প্রস্তুতি নিয়েছেন অর্জুন।

প্রাথমিকভাবে ২০২০ সালের দিওয়ালিতে ঠিক ছিল কঙ্গনা-অর্জুন অভিনীত ‘ধক্কড়’- মুক্তি পাবে। তবে করোনার কারণে তা পিছিয়ে যায়। আশা করা হচ্ছে, আগামী ১ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ‘ধক্কড়’।

 

 

আরও পড়ুন দাদা গৌরবের মতো…ছবিতে হাজির অর্জুন ‘ব্যোমকেশ’ চক্রবর্তী!

Next Article