Aryan Khan: প্রতি শুক্রবার এনসিবির অফিসে যেতে চাইছেন না আরিয়ান, জানিয়েছেন আর্জি

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 10, 2021 | 7:12 PM

জামিনের ১৪টি শর্ত দেওয়া হয়েছিল আরিয়ানকে। তার মধ্যে একটি শর্ত, তাঁকে প্রতি শুক্রবার হাজিরা দিতে হবে দক্ষিণ মুম্বইয়ের এনসিবির অফিসে।

Aryan Khan: প্রতি শুক্রবার এনসিবির অফিসে যেতে চাইছেন না আরিয়ান, জানিয়েছেন আর্জি
আরিয়ান খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

একাধিক শর্ত মানার পরিবর্তে ড্রাগ মামলায় বেল পেয়েছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। জামিন শর্তের অন্যতম ছিল প্রতি শুক্রবার এনসিবি দফতরে আরিয়ানের হাজিরা। সেই মতো ফি শুক্রবার আদালতে হাজিরাও দিতে যাচ্ছিলেন আরিয়ান। কিন্তু এবার সাপ্তাহিক হাজিরার শর্তে পরিবর্তন চাইছেন তিনি।

কী পরিবর্তন চাইছেন? জামিনের ১৪টি শর্ত দেওয়া হয়েছিল আরিয়ানকে। তার মধ্যে একটি শর্ত, তাঁকে প্রতি শুক্রবার হাজিরা দিতে হবে দক্ষিণ মুম্বইয়ের এনসিবির অফিসে। আরিয়ান আর্জি জানিয়েছেন, এই শর্ত যেন খারিজ করে দেওয়া হয়। মুম্বই হাই কোর্টে জানিয়েছেন সেই আর্জি। সেই শুনানি আগামী সপ্তাহে।

৩ অক্টোবর মাদক-কাণ্ডে জড়িয়ে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। তাঁকে গ্রেফতার করেছিলেন ভারতের নার্কোটিক্স কনট্রোল ব্যুরো। আর্থার রোডের জেলে টানা ২৫ দিন কাটিয়েছিলেন খান-পুত্র। মুম্বইয়ের স্পেশ্যাল কোর্ট জামিন খারিচ করেনি। একাধিক শুনানির পর মুম্বই আদালত জামিনে মুক্ত করে আরিয়ানকে। সেই থেকে জামিনের ১৪টি নিয়ম মেনে চলছেন আরিয়ান। তাঁর জামিন করানোর ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন অভিনেত্রী জুহি চাওলা।

শাহরুখ এবং জুহির বন্ধুত্বের খবর বলিউডে কারও অজানা নয়। অনস্ক্রিনে তাঁরা যেমন সফল জুটি, অফস্ক্রিনেও তাঁরা একে অপরের খুব ভাল বন্ধু। বন্ধুর প্রয়োজনেই এগিয়ে এসেছিলেন জুহি। মুম্বইয়ের সেশন কোর্টে গিয়ে আরিয়ানের এক লক্ষ টাকার জামিনের বন্ডে সই করেন তিনি। আরিয়ানের জামিনদার হন তিনি। অর্থাৎ, আরিয়ান যদি এই টাকা দিতে অসমর্থ হয়, তার আইনগত দায়িত্ব জুহির। স্বভাবতই জামিনের খবর পাওয়ার পর থেকে শাহরুখ এবং তাঁর শুভাকাঙ্খীদের মুখে ছিল স্বস্তির ছাপ। জুহিও তার ব্যতিক্রম নন। প্রথমে একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ এবং জুহি। পরে তাঁরা একসঙ্গে আইপিএল টিম কিনেছেন। আরিয়ান এবং জুহির মেয়ে জাহ্নবীকে আইপিএলের নিলামেও অংশ নিতে দেখা গিয়েছে। ফলে দুই পরিবারের যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তা স্পষ্ট।

অন্যদিকে ছেলে জেল থেকে না ফেরা পর্যন্ত মন্নতে মিষ্টি খাওয়া বন্ধ রেখেছিলেন গৌরী। সলমনের বাবা-মা প্রতিদিন আরিয়ানের জন্য প্রার্থনা করতেন। সোশ্যাল মিডিয়া স্টোরিতে বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলে আরিয়ানের সমর্থনে মুখ খুলেছিলেন হৃত্বিক রোশন। আর শাহরুখ? দুশ্চিন্তা ও ক্লান্তির ছাপ ছিল তাঁর চেহারাতেও।

আরও পড়ুন: Sayantika Banerjee: অল্পের জন্য প্রাণে বাঁচলেন সায়ন্তিকা, এখনও ট্রমাতেই রয়েছেন

Next Article