Aryan Khan: বাড়ি ফেরার পর ইনস্টাগ্রামে ছবি বদলে ফেললেন আরিয়ান?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Nov 01, 2021 | 6:05 PM

Aryan Khan: আরিয়ানের ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচারের জায়গা খালি। অর্থাৎ কোনও ছবি নেই। বহুদিন ধরেই প্রোফাইল পিকচারের জায়গা সাদা রেখেছেন আরিয়ান।

Aryan Khan: বাড়ি ফেরার পর ইনস্টাগ্রামে ছবি বদলে ফেললেন আরিয়ান?
আরিয়ান খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

মাদক কাণ্ডে জামিনে মুক্ত হয়ে সবে মন্নত-এ ফিরেছেন আরিয়ান খান। গোটা ঘটনায় এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে কোনও মন্তব্য করেননি। বিচারাধীন বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা সম্ভবও নয়। কিন্তু বাড়ি ফেরার পর আরিয়ানের সোশ্যাল মিডিয়ায় নাকি বদল এসেছে। এই জল্পনা চলেছে দিনভর। তা কতটা সত্যি?

আরিয়ানের ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচারের জায়গা খালি। অর্থাৎ কোনও ছবি নেই। বহুদিন ধরেই প্রোফাইল পিকচারের জায়গা সাদা রেখেছেন আরিয়ান। আর তা নিয়েই ধন্দ শুরু হয় নানা মহলে। অনেকেরই মনে হতে থাকে, জেল থেকে বাড়ি ফেরার পর তিনি বদলে ফেলেছেন প্রোফাইলের ছবি। আদৌ তা সত্যি নয়।

গত ১৫ অগস্ট ইনস্টাগ্রামে শেষ পোস্ট করেছিলেন আরিয়ান। নিজের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, ‘বাধ্যতামূলক গ্র্যাজুয়েশন পোস্ট করতে ভুলে গিয়েছিলাম। তবে আমার মনে হয়, বেটার লেট দ্যান নেভার’। এর পর আর কোনও পোস্ট করেননি শাহরুখ পুত্র। জামিন পেয়ে বাড়ি ফেরার পর এখনও পর্যন্ত সোশ্যাল ওয়ালে তিনি অ্যাক্টিভ নন বলেই জানা গিয়েছে।

আরিয়ানের জামিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। শাহরুখ এবং জুহির বন্ধুত্বের খবর বলিউডে কারও অজানা নয়। অনস্ক্রিনে তাঁরা যেমন সফল জুটি, অফস্ক্রিনেও তাঁরা একে অপরের খুব ভাল বন্ধু। বন্ধুর প্রয়োজনেই এগিয়ে এসেছেন জুহি। মুম্বইয়ের সেশন কোর্টে গিয়ে আরিয়ানের এক লক্ষ টাকার জামিনের বন্ডে সই করেন তিনি। আরিয়ানের জামিনদার হন তিনি। অর্থাৎ আরিয়ান যদি এই টাকা দিতে অসমর্থ হয়, তার আইনগত দায়িত্ব জুহির। স্বভাবতই জামিনের খবর পাওয়ার পর থেকে শাহরুখ এবং তাঁর শুভাকাঙ্খীদের মুখে ছিল স্বস্তির ছাপ। জুহিও তার ব্যতিক্রম নন। প্রথমে একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ এবং জুহি। পরে তাঁরা একসঙ্গে আইপিএল টিম কিনেছেন। আরিয়ান এবং জুহির মেয়ে জাহ্নবীকে আইপিএলের নিলামেও অংশ নিতে দেখা গিয়েছে। ফলে দুই পরিবারের যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তা স্পষ্ট।

অন্যদিকে ছেলে জেল থেকে না ফেরা পর্যন্ত মন্নতে মিষ্টি খাওয়া বন্ধ রেখেছিলেন গৌরী। সলমনের বাবা-মা প্রতিদিন আরিয়ানের জন্য প্রার্থনা করতেন। সোশ্যাল মিডিয়া স্টোরিতে বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলে আরিয়ানের সমর্থনে মুখ খুলেছিলেন হৃত্বিক রোশন। আর শাহরুখ? দুশ্চিন্তা ও ক্লান্তির ছাপ ছিল তাঁর চেহারাতেও। ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। ৫৬ বছর বয়সে পা দেবেন তারকা। জন্মদিনের আগে ছেলেকে কাছে পেলেন, দীপাবলি কাটাবেন একসঙ্গে এতেই বা কম কীসের!

আরও পড়ুন, Sushmita Sen: দিওয়ালির আগেই ঘরে ‘লক্ষ্মী’ এল, পিসি হলেন সুস্মিতা