Saif-Sara: বাবার ছবি দেখতে মুখ ফেরাচ্ছে দর্শক, আখেরে লাভ হচ্ছে মেয়ে সারার
শুরুটা ভাল হলেও কয়েকদিন কাটতেই 'আদিপুরুষ'-এর কপাল পুড়েছে। ছবি দেখতে ভিড় করছে না দর্শক। ৩০০ কোটি ছাড়িয়েছে ঠিকই, কিন্তু ক্রমাগত নেতিবাচক রিভিউয়ের কারণেই দর্শকের আর ভাল লাগছে না ওই ছবি।
শুরুটা ভাল হলেও কয়েকদিন কাটতেই ‘আদিপুরুষ’-এর কপাল পুড়েছে। ছবি দেখতে ভিড় করছে না দর্শক। ৩০০ কোটি ছাড়িয়েছে ঠিকই, কিন্তু ক্রমাগত নেতিবাচক রিভিউয়ের কারণেই দর্শকের আর ভাল লাগছে না ওই ছবি। ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। চলছে জোর চর্চা। তবে জানেন কি এতে আদপে লাভ হয়েছে সইফ আলি খান কন্যার মেয়ে সারা আলি খানের। কেন জানেন? ‘আদিপুরুষ’ মুক্তির কিছু আগেই মুক্তি পেয়েছিল সারা আলি খান ও ভিকি কৌশলের ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’। বেশ ভালই পারফর্ম করছিল ওই ছবি। কিন্তু ‘আদিপুরুষ’ মুক্তি পেতেই সেই হিসেব হয়ে যায় খানিক এলোমেলো। ওই ছবির হাইপ এতটাই ছিল যে দর্শক তা দেখতে ভিড় জমায় সিনেমাহলে। ফিকে হয়ে যায় সারা-ভিকি ক্যারিশ্মা। কিন্তু ‘আদিপুরুষ’-এর প্রাথমিক সেনসেশন কাটতেই আবারও হাল ধরেছে ‘জারা হাটকে জারা বাঁচকে’। শুধু বুধবারেই ওই ছবি আয় করেছে প্রায় দু কোটির কাছাকাছি। তৃতীয় সপ্তাহে এই আয় কিন্তু নেহাত খারাপ নয়। বক্স অফিসে বাবা বনাম মেয়ে। বাবার ব্যর্থতায় ভাগ্য খুলল সারার– মনে করছেন তাঁর ভক্তরা।
The absence of major film/s this Fri should help #ZaraHatkeZaraBachke cross ₹ 75 cr in Wknd 4… ₹ 80 cr *lifetime biz* cannot be ruled out… [Week 3] Fri 1.08 cr, Sat 1.89 cr, Sun 2.34 cr, Mon 1.08 cr, Tue 99 lacs, Wed 1.08 cr. Total: ₹ 71.46 cr. #India biz. #ZHZB #Boxoffice pic.twitter.com/NnhS9xt33l
— taran adarsh (@taran_adarsh) June 22, 2023