টুইটারে লারা দত্ত এখন ট্রেন্ডিং। না তেমন কিছু করেননি অভিনেত্রী তবে যা রিপ্লাই দিয়েছেন এক প্রশ্নে, তাতেই বেশ সাড়া ফেল দিয়েছেন তিনি। তেতাল্লিশ বছর বয়সী লারা দত্তকে এক ফ্যান প্রশ্ন করেন যে লারা কি কোভিড ভ্যাকসিন নিয়েছেন? ফ্যানের সেই প্রশ্ন রিটুইট করে লেখেন, ‘হ্যাঁ, তবে আমি ছবি পোস্ট করিনি মানেই যে বিষয়টি ঘটেনি তা কিন্তু নয়।’ এ হেন রিপ্লাইয়ের পরে জুড়ে দিয়েছেন হাসিমাখানো ইমোজিও। বলিউড স্টারেরা ভ্যাকসিন নেওয়ার সঙ্গে-সঙ্গে পোস্ট করে দিচ্ছেন ‘সূচ ফোঁটানো’ সেই ছবি। অনেকে মনে করছেন সচেতনতা বাড়াতে ছবি পোস্ট আবার অনেকে মনে করছেন দেখনদারি, নানা মুনির নানা মত। তবে ভ্যাকসিন নেওয়ার কোনও ছবি পোস্ট করেননি লারা।
Yes!!! Just because I didn’t post a picture doesn’t mean it didn’t happen!! ??❤️ https://t.co/AQqOY7npbH
— Lara Dutta Bhupathi (@LaraDutta) June 18, 2021
কাজের ক্ষেত্রে লারা দত্ত তাঁর নতুন ফিল্ম ‘বেল বটম’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার, বনি কাপুর এবং হুমা কুরেশি। আগামী ২৭ জুলাই বিশ্বব্যাপী সিনেমাহলে মুক্তি পাবে ছবি। গত বছর করোনা পরিস্থিতিকালে লকডাউন শেষে বিদেশে শুটিং হওয়া প্রথম বলিউড ছবি। ছবিটির সহ-প্রযোজনা ভাসু ভগনানী, জ্যাকি ভগনানী, দীপশিখা দেশমুখ, মনীষা আডবানি, মধু ভোজওয়ানি ও নিখিল আদবানি।
২০০০ সালে ‘মিস ইউনিভার্স’ মুকুট পরেন লারা। তার তিন বছর পরে তিনি ২০০৩ সালে ‘আন্দাজ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। ‘ভাগম ভাগ’, ‘কাল’, ‘পার্টনার’, ‘চলো দিল্লি’, ‘ডন’ সিরিজ এবং ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’-এর মতো ছবিতে অভিনয় করার জন্য বেশ খ্যাতি অর্জন করেন।