Drug Case: ‘জেলের খাবার নিম্নমানের, এক মাসে সাত কেজি ওজন কমেছে আরবাজের’, চিন্তায় বাবা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 26, 2021 | 10:09 PM

প্রসঙ্গত, প্রমোদতরী মাদককাণ্ডে আরবাজ খানের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল আরবাজকেও। অভিযোগ, তাঁর কাছ থেকেও উদ্ধার হয়েছে মাদক। আরবাজ ও আরিয়ান ছোটবেলার বন্ধু।

Drug Case: জেলের খাবার নিম্নমানের, এক মাসে সাত কেজি ওজন কমেছে আরবাজের, চিন্তায় বাবা
আরিয়ান ও আরবাজ।

Follow Us

এক মাসের মধ্যেই নাকি সাত কেজি ওজন কমে গিয়েছে মাদক মামলায় অন্যতম অভিযুক্ত আরবাজ মার্চেন্টের। এমনটা দাবি করেছেন বাবা আসলাম মার্চেন্ট। এক সংবাদমাধ্যমকে আসলাম জানিয়েছেন, জেলের খাবার নিম্নমানের সে কারণেই নাকি হুড়হুড় করে ওজন কমছে ছেলের।

তিনি এও জানিয়েছেন, ছেলে দুশ্চিন্তায় রয়েছে। তাঁর কথায়, “ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ও আমায় জড়িয়ে ধরতে চেয়েছিল। পারেনি… আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি। অসহায় লাগছে, আমি তো একজন বাবা।” সোমবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে গিয়েছিলেন আসলাম। সেখানে ছেলে সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথিও জমা দিয়েছেন তিনি। তিনি যোগ করেন, “আরিয়ানের জন্যও চিন্তিত আমার ছেলে। আমি যখন জেল ছাড়ছি আরবাজ আমায় বলে আরিয়ানকে ও কখনওই একা রেখে বের হতে পারবে না। ওর কাছে বন্ধুত্বর থেকে বড় কিচ্ছু নেই।”

প্রসঙ্গত, প্রমোদতরী মাদককাণ্ডে আরবাজ খানের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল আরবাজকেও। অভিযোগ, তাঁর কাছ থেকেও উদ্ধার হয়েছে মাদক। আরবাজ ও আরিয়ান ছোটবেলার বন্ধু। এই মুহূর্তে মুম্বই আর্থার রোড ছেলে আরিয়ানের সঙ্গে বন্দি রয়েছেন তিনিও। তাঁর জামিনের আবেদনও পূর্বে খারিজ হয়েছে।

আরও পড়ুন-Kriti Sanon: এ বার থেকে অমিতাভ বচ্চনের বাড়িতেই থাকবেন কৃতী শ্যানন

আরও পড়ুন- Desher Mati: এক একটা দৃশ্য শেষ হতে না হতেই ফ্লোরে কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে: শ্রুতি দাস

অন্যদিকে, ২৬ অক্টোবর, মঙ্গলবার মুম্বই হাই কোর্টে উঠেছিল আরিয়ান খানের মামলা। খান পরিবার থেকে শুরু করে অনেকেই প্রতিক্ষায় ছিলেন, এবার হয়তো ঘরের ছেলে ঘরে ফিরবেন। কিন্তু মাদককাণ্ডের মতো যে ভয়ানক মামলায় আরিয়ান জড়িয়েছেন, তা থেকে এত সহজে মুক্তি নেই। মুম্বই স্পেশ্যাল কোর্টে জামিন নাকচ করার পর মুম্বই হাই কোর্টেও সুরাহা হল না। মঙ্গলবার, অর্থাৎ আজও জামিন পেলেন না আরিয়ান। বুধবার দুপুর ২.৩০ মিনিটে ফের শুনানি।

Next Article