Atlee Kumar: অস্কারে যাবে ‘জওয়ান’? শাহরুখের সঙ্গে কথা বলবেন অ্যাটলি

Oscar 2024: ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে 'জওয়ান'। তারপর থেকেই 'জওয়ান' জ্বরে গোটা দেশ। এই ছবি কি জায়গা পাবে ২০২৪ সালের অস্কারে? শাহরুখের সঙ্গে নাকি কথা বলবেন ছবির পরিচালক অ্যাটলি কুমার। তারপরই জানা যাবে, আন্তর্জাতিক মঞ্চে কী হবে 'জওয়ান'-এর ভবিষ্যৎ। মার্কিন মুলুকে ভালই সমাদৃত হয়েছে এই ছবি।

Atlee Kumar: অস্কারে যাবে 'জওয়ান'? শাহরুখের সঙ্গে কথা বলবেন অ্যাটলি
'জওয়ান'।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 2:39 PM

এ বছর সবচেয়ে বেশি ব্যবসা দিয়েছে যে বলিউড ছবি, তার নাম হল ‘জওয়ান’। বক্স অফিসে হুংকার ছাড়ছে শাহরুখ খান অভিনীত, পরিচালক অ্যাটিলি কুমারের এই ছবি। দর্শকের দারুণ লেগেছে ‘জওয়ান’। একেবারে সাধারণ দর্শকের জন্য তৈরি এই ছবিতে রয়েছে মারপিট এবং সামাজিক বার্তাও। ছবির সাফল্য দেখে পরিচালক চাইছেন সেটিকে অস্কারে পাঠাতে। এ ব্যাপারে শাহরুখ খানের সঙ্গে কথা বলতে চাইছেন তিনি। আসলে ২০২৩ সালে আয়োজিত অস্কারে ভারতীয় ছবি ‘আরআরআর’-এর সাফল্য দেশের পরিচালকদের মনে অনেক আশা জাগিয়েছে। ‘জওয়ান’-এর প্রযুক্তিগত উপস্থাপন নজর কেড়েছে আন্তর্জাতিক স্তরে। মার্কিন মুলুকে দারুণ ব্যবসা করেছে এই বলিউডি ছবি।

এই মুহূর্তে এসএস রাজামৌলির ছবি ‘আরআরআর’-এর সঙ্গে তুলনা করা হচ্ছে ‘জওয়ান’-এর। কেউ-কেউ বলছে, রাজামৌলির এই ছবি অনেক বেশি ভাল। তার উপর ছবির গান ‘নাট্টু নাট্টু’ অস্কার জেতার পর ছবিটি নিয়ে আলাদা আগ্রহও তৈরি হয়েছে।

‘জওয়ান’-এ বাবা-ছেলের দ্বৈতচরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। ছোঁয়া রয়েছে ‘দ্যা লাইন কিং’ গল্পেরও। বিক্রম রাঠোর এবং আজ়াদের চরিত্রে শাহরুখের অভিনয় দেখে মোহিত তাঁর ভক্তরা। বাবা শাহরুখের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। অন্যদিকে ছেলে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। প্রায় ৮০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। বিশ্ববাজারে দারুণভাবেই সমাদৃত হচ্ছে ‘জওয়ান’। যে কারণে, এ ছবিটি অস্কারে পাঠানোর কথাও মনে করছেন নির্মাতারা।