Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan: ‘বাজিগর’ কিং খান, নতুন রেকর্ড গড়ল ‘জওয়ান’, ছাপিয়ে গেল ‘পাঠান’কেও!

Shah Rukh Khan: তিনি বলিউডের বেতাজ বাদশা। তাঁর ভক্তসংখ্যা সারা বিশ্বজুড়ে। গত চার বছর বাদশার সিংহাসন যখন কার্যত নড়বড়ে ঠিক তখনই ২০২৩ এ শুরুটা হয়েছিল 'পাঠান' দিয়ে। আর এই সেপ্টেম্বরে 'জওয়ান' মুক্তির পর থেকে পুরো চিত্রটাই যেন বদলে গেল খান পরিবারের অন্দরে। ১৭ দিন পার করল অ্যাটলি পরিচালিত শাহরুখ খান ও নয়ন তারা অভিনীত এই ছবি।

Shah Rukh Khan: 'বাজিগর' কিং খান, নতুন রেকর্ড গড়ল 'জওয়ান', ছাপিয়ে গেল 'পাঠান'কেও!
নতুন রেকর্ড গড়ল 'জওয়ান'
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 8:08 PM

তিনি বলিউডের বেতাজ বাদশা। তাঁর ভক্তসংখ্যা সারা বিশ্বজুড়ে। গত চার বছর বাদশার সিংহাসন যখন কার্যত নড়বড়ে ঠিক তখনই ২০২৩ এ শুরুটা হয়েছিল ‘পাঠান’ দিয়ে। আর এই সেপ্টেম্বরে ‘জওয়ান’ মুক্তির পর থেকে পুরো চিত্রটাই যেন বদলে গেল খান পরিবারের অন্দরে। ১৭ দিন পার করল অ্যাটলি পরিচালিত শাহরুখ খান ও নয়নতারা অভিনীত এই ছবি। ইতিমধ্যে এই ছবি সৃষ্টি করেছে নতুন রেকর্ড। সারা বিশ্বে ছবিটি এখনও পর্যন্ত আয় করেছে ৯৬৬ কোটি টাকা। আর শুধুমাত্র ভারতবর্ষেই এই ছবি আয় করেছে ৫৪৬ কোটি ৫৮ লক্ষ টাকা। ভেঙে ফেলেছে ‘পাঠান’-এর রেকর্ডও।

ট্রেড অ্যানালিস্টদের মতে, ভারতের কোনও হিন্দি ছবি এখনও পর্যন্ত এত টাকার ব্যবসা করেনি। নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে পড়ছেন শাহরুখ খান তবে এখানেই শাহরুখের জয়যাত্রা শেষ নয়। বছরের শেষে আসতে চলেছে তার ছবি ‘ডানকি’। ছবিটির পরিচালক রাজকুমার হিরানি। এর আগে ‘পিকের’ মতো ছবি উপহার দিয়েছেন রাজকুমার। ইন্ডাস্ট্রিতে প্রথম সারির পরিচালকদের মধ্যে তিনি অন্যতম। তাই এই ছবি নিয়ে ভক্তদের মধ্যে এখনই প্রত্যাশা তুঙ্গে। যদিও ‘পাঠান’ অথবা ‘জওয়ান’-এর মতো এই ছবি অ্যাকশন নির্ভর ছবি হবে না বলেই ধারণা করা হচ্ছে। তবুও চিত্রনাট্য অভিনয়ের জেরে ছবিটি যে বাকি দুই ছবিকে ছাপিয়ে ফেলবে না, ত কেই বা বলতে পারে?

সাল ২০১৯। পরপর বেশ কিছু ছবি ফ্লপ হয় শাহরুখ খানের। সে সময় তাঁকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল সর্বত্র। বিরতি নিয়েছিলেন শাহরুখ। দীর্ঘ প্রস্তুতির পর এসেছিলেন ফিরে। নার্ভাস ছিলেন তিনি, জানিয়েছিলেন অকপটেই। বহু বছর পর সেই অ্যাকশন ক্যামেরা রোলিং এর চেনা শব্দ। তবে তিনি যে ফিনিক্স, তিনি বাজিগর। হারতে শেখেননি। নিজেই তো বলেছেন– ‘হার কর জিতনে ওয়ালোকো বাজিগর কহতে হ্যায়’। প্রমাণ করেছেন নিজেকে। প্রত্যাবর্তন হয়েছে বাদশাহর।