Aishwarya Rai Bachchan: পাশে নেই পরিবার; প্রাক্তন সলমনের সঙ্গেই কি মণীশের দীপাবলি পার্টিতে সময় কাটালেন ঐশ্বর্য
Aishwarya-Salman: মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতে বচ্চনরা যাননি এবছর। যাননি অভিষেক বচ্চনও। সেখানে একাই দেখা যায় ঐশ্বর্যকে। লাল পোশাক পরে গালিচায় দেখা যায় তাঁকে। কিন্তু অভিষেক না হলেও মণীশের পার্টিতে উপস্থিত ছিলেন ঐশ্বর্যের একদা নামজাদা প্রেমিক সলমন খান। ডিজ়াইনারের পার্টিতে সাধারণ টি-শার্ট, ডেনিম প্যান্টেই নজর কেড়েছিলেন ভাইজান। সেই পার্টিতে একাকী ঐশ্বর্য কি তা হলে পাশে পেলেন প্রাক্তন সলমনকে?
![Aishwarya Rai Bachchan: পাশে নেই পরিবার; প্রাক্তন সলমনের সঙ্গেই কি মণীশের দীপাবলি পার্টিতে সময় কাটালেন ঐশ্বর্য Aishwarya Rai Bachchan: পাশে নেই পরিবার; প্রাক্তন সলমনের সঙ্গেই কি মণীশের দীপাবলি পার্টিতে সময় কাটালেন ঐশ্বর্য](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/11/AISHWARYA-AND-SALMAN.jpg?w=1280)
শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কটা এক্কেবারেই ভাল নেই মনে হয় ঐশ্বর্য রাই বচ্চনের। যদিও বা তিনি একই ছাদের তলায় থাকছেন বচ্চনদের সঙ্গেই। কিন্তু কেমন যেন আলগা-আলগা ভাব। ১ নভেম্বর ছিল ঐশ্বর্যর ৫০তম জন্মদিন। বিশ্ব সুন্দরীর জুবিলি বছরে কোনও উদযাপনই ছিল না জলসায়। স্বামী-অভিনেতা অভিষেক বচ্চন নামমাত্র জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন ঐশ্বর্যকে। অভিনেত্রীর সাদা-কালো পুরনো ছবি পোস্ট করে কেবল লিখেছিলেন ‘শুভ জন্মদিন’। শ্বশুর অমিতাভ বচ্চন, শাশুড়ি জয়া বচ্চন, ননদ শ্বেতা বচ্চন নন্দাও জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠাননি তাঁকে। কন্যা আরাধ্যা এবং মা বৃন্দা রাইয়ের সঙ্গে জন্মদিন পালন করেছিলেন ঐশ্বর্য। এবার ফের মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিকে ঘিরে ঘনীভূত হল ঐশ্বর্যর শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলার প্রসঙ্গ।
মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতে বচ্চনরা যাননি এবছর। যাননি অভিষেক বচ্চনও। সেখানে একাই দেখা যায় ঐশ্বর্যকে। লাল পোশাক পরে গালিচায় দেখা যায় তাঁকে। কিন্তু অভিষেক না হলেও মণীশের পার্টিতে উপস্থিত ছিলেন ঐশ্বর্যের একদা নামজাদা প্রেমিক সলমন খান।
ডিজ়াইনারের পার্টিতে সাধারণ টি-শার্ট, ডেনিম প্যান্টেই নজর কেড়েছিলেন ভাইজান। সেই পার্টিতে একাকী ঐশ্বর্য কি তা হলে পাশে পেলেন প্রাক্তন সলমনকে? তাঁদের কি কথা হয়েছে, নাকি বরাবরের মতো এবারও প্রাক্তনকে এড়িয়ে গেলেন ঐশ্বর্য? জানা নেই কারওর।
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা ভানসালীর ‘হম দিল দে চুকে সমন’ ছবিতে অভিনয় করার সময় ঐশ্বর্যর সঙ্গে সম্পর্ক তৈরি হয় সলমনের। ছবিতে প্রেমিক-প্রেমিকার ছাড়াছাড়ি হলেও বাস্তবে সলমন-ঐশ্বর্যর প্রেম ছিল বহু চর্চিত। ভাঙনের সময়ও শিরোনাম দখল করেছিল সেই প্রেম। শোনা যায়, ঐশ্বর্যকে নাকি থাপ্পড়ও মেরেছিলেন সলমন। কবে বিশ্ব সুন্দরীর জন্য প্রাণ কাঁদত ভাইজানের। খুঁজে বের করেছিলেন তাঁর মতো দেখতে স্নেহা উল্লালকে…
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)