Bajrangi Bhaijaan 2: বড় পর্দায় ফের একবার মুন্নি-বজরঙ্গী ম্যাজিক? জেনে নিন বিস্তারিত…

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 19, 2021 | 10:01 AM

সলমনকে সিনেমাটির সিকুয়াল শেয়ার করতেই তাঁর কী প্রতিক্রিয়া ছিল? সে প্রসঙ্গে বিজয়েন্দ্র বলেন, "আমি সলমনের সঙ্গে এমনি দেখা করেছিলাম। সেখানেই ওই ছবির সিকুয়ালের প্রসঙ্গ আসে। শোনা মাত্রই সলমন বলেন, দারুণ আইডিয়া।"

Bajrangi Bhaijaan 2: বড় পর্দায় ফের একবার মুন্নি-বজরঙ্গী ম্যাজিক? জেনে নিন বিস্তারিত...
মুন্নি-বজরঙ্গী ম্যাজিক

Follow Us

 

দেখতে দেখতে কেটেছে ছয়টা বছর। কিন্তু দর্শকমনে মুন্নি-বজরঙ্গীর মনমাতানো কেমিস্ট্রি আজও অক্ষুণ্ণ। সাম্প্রতিক খবর আরও একবার দর্শক দেখতে চলেছে সেই ম্যাজিক, সেই কেমিস্ট্রি। আসতে পারে বজরঙ্গী ভাইজানের সিকুয়াল। ছবিটির লেখক কেভি বিজয়েন্দ্র প্রসাদের কথায় অন্তত সে রকম আভাসই মিলেছে। কী বলেছেন তিনি?

এক সংবাদমাধ্যমের তরফে তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করা হলেন চিত্রনাট্যকার বলেন, “আমি চেষ্টা করছি বজরঙ্গী ভাইজান ২ নিয়ে আসার। সলমনকে এ ব্যাপারে আইডিয়াও শেয়ার করেছি আমি। ও নিজেও বেশ উত্তেজিত। কিন্তু ব্যাপারটি সঠিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা প্রয়োজন। সেটারই চেষ্টা চলছে।”

সলমনকে সিনেমাটির সিকুয়াল শেয়ার করতেই তাঁর কী প্রতিক্রিয়া ছিল? সে প্রসঙ্গে বিজয়েন্দ্র বলেন, “আমি সলমনের সঙ্গে এমনি দেখা করেছিলাম। সেখানেই ওই ছবির সিকুয়ালের প্রসঙ্গ আসে। শোনা মাত্রই সলমন বলেন, দারুণ আইডিয়া।” ২০১৫ তে মুক্তি পাওয়া ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সলমন খান, করিনা কাপুর এবং হর্ষালী মালহোত্রা। ছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকীও। ছবিতে মুন্নি ওরফে হর্ষালীর অভিনয় আজও আলোচনার বিষয়। হংসালী যখন ছবিটি করেছিল তখন সে ছিল মাত্র ছয়-সাত। এখন সে কিশোরী। তাই ছবিটি সিকুয়াল এলে তাতে মুন্নির চরিত্র রাখা হবে কিনা সে বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি পরিচালক থেকে চিত্রনাট্যকার।

আরও পড়ুন- Somy Ali: বলিউড ছাড়ার পর কীভাবে রোজগার হত? মুখ খুললেন সলমনের এই প্রাক্তন

Next Article